রামনগর কাজীপুর পূর্ব সরদার পাড়া ফাতেমা ফার্মেসী শুভ উদ্বোধন 

লেখক:
প্রকাশ: 17 hours ago

মোঃ ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার:

যশোর সদর উপজেলা ১১ নং রামনগর ইউনিয়নের ২ নং ওয়ার্ড কাজীপুর পূর্ব (সরদার পাড়া)  ফতেমা ফার্মেসী শুভ উদ্বোধন করা হয়েছে। ২৭ ডিসেম্বর শুক্রবার বিকালে এই ফাতেমা ফার্মেসী শুভ উদ্বোধন করা হয়।  উদ্বোধন কালে উপস্থিত ছিলেন, এমবিবিএস (ঢাকা), বিসিএস (স্বাস্থ্য) ডাঃ এস এম রমিজ উদ্দিন (তপু), ফার্মেসী মালিক আব্দুর রাজ্জাক সরদার, রামনগর ইউনিয়ন বিএনপির আহবায়ক সদস্য আসাদ উজ্জামান, রামনগর   ০২ নং ওয়ার্ডের ইউপি সদস্য শরিফুল ইসলাম মিন্টু, ১ নং ইউপি সদস্য মোরশেদ উদ্দিন মনু, ০৪ নং ইউপি সদস্য গাজী রিয়াজ উদ্দিন। হায়দার আলী সরদার, সা্বেক ইউপি সদস্য আলী আহমেদ । জানাযায়, রামনগর কাজীপুর পূর্ব সরদার পাড়া ফাতেমা ফার্মেসীতে প্রতি শুক্রবার বিকাল ৪ টা সময় অভিজ্ঞ  ডাঃ এস এম রমিজ উদ্দিন (তপু) রুগীদের সেবা প্রদান করবেন। রোগের বিবরণ যেমন মেডিসিন, বাত, ব্যথা, শিরা, এ্যাজমা, হ্দ্ররোগ, উচ্চরক্তচাপ, ও ডায়াবেটিস বিষয়ে পরীক্ষা মাধ্যমে রুগী সেবা প্রদান করবেন।

error: Content is protected !!