ভারতের ঝাড়খণ্ড রাজ্যের বিধানসভা নির্বাচনে ইন্ডিয়া জোট এগিয়ে মহারাষ্ট্রে পিছিয়ে পশ্চিম বাংলায় বিজেপি ধরাশায়ী 

লেখক: Champa Biswas
প্রকাশ: 3 hours ago

ভারত থেকে নিউজ দাতা মনোয়ার ইমামঃ

ভারতের দুই টি রাজ্যের বিধানসভা নির্বাচনে ঝাড়খণ্ড রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন নেতৃত্বে ইন্ডিয়া জোট এগিয়ে রয়েছে। এই রাজ্যের মোট ৮১ টি বিধান সভা কেন্দ্রে র মধ্যে প্রায় ৫০ টি তে এগিয়ে রয়েছে ইন্ডিয়া জোটের প্রার্থীরা।

তার মধ্যে উল্লেখযোগ্য হেমন্ত সোরেন এর ঝাড়খণ্ড মুক্তি মোর্চা এগিয়ে রয়েছে ২৯ টি আসনে এবং ভারতের জাতীয় কংগ্রেস ১৫ টি আসনে এবং আর জে ডি ০৫ টি আসনে এবং সি পি আই এম এল দুই টি এবং সি পি আই এম একটি এবং এন ডি এ র বিজেপি জোট এগিয়ে রয়েছে ২৯টি আসনে।

বাকি নির্দল প্রার্থীরা।সব কিছু ঠিক থাকলে এই রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে পারেন বর্তমান মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। অন্যদিকে ভারতের মহারাষ্ট্রে বিধান সভা নির্বাচনের ফলাফল ঘোষণা হতে কিছু বাকি।

কিন্তু এই রাজ্যের মোট বিধান সভা আসন ২৮৮ টি। তার মধ্যে বিজেপি নেতৃত্ব এন ডি এ এবং শিবসেনা ও এন সি পি জোট এগিয়ে রয়েছে ২০০ টি আসনে এবং ভারতের জাতীয় কংগ্রেস নেতৃত্বাধীন মহাজোট এগিয়ে রয়েছে ৭৫ টি আসনে।

বাকি নির্দল প্রার্থীরা। তবে এই রাজ্যের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে এবার মুখ্যমন্ত্রী থাকবে কি না তা নির্ভর করছে বি জে পি র উপর। কারণ এই রাজ্যের সবথেকে বেশি আসনে এগিয়ে রয়েছে বিজেপি।

তার অন্যান্য রাজনৈতিক দল। অন্যদিকে ভারতের পশ্চিমবঙ্গের ছয়টি আসনের মধ্যে ছক্কা হাঁকিয়েছেন পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃনমূল কংগ্রেস। এই রাজ্যের ছয়টি র মধ্যে ছয়টি জয়ী হতে চলেছে বি জে পি।

এই রাজ্যের উত্তর বঙ্গের মাদারি হাট বিধান সভা কেন্দ্র টি বিজেপি কে হারিয়ে জয়ী হয়েছেন তৃনমূল দলের প্রার্থী।

উত্তর প্রদেশের নয়টা আসনের মধ্যে বিজেপি ছয়টি আসন এবং সমাজবাদী পার্টি তিন আসনে এগিয়ে রয়েছে। ভারতের কর্নাটক রাজ্যের রনওয়ডে লোকসভা নির্বাচনে ভারতের জাতীয় কংগ্রেস প্রার্থী প্রিয়াঙ্কা গান্ধী প্রায় দুই লাখ ভোটের বেশি ব্যাবধানে এগিয়ে রয়েছে।

error: Content is protected !!