কালীগঞ্জে ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি

লেখক: Rakib hossain
প্রকাশ: 2 months ago

হুমায়ুন কবির কালীগঞ্জ,ঝিনাইদহ :

বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি)এর ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা ছাত্রদলের সরকারি মাহাতাব উদ্দিন ডিগ্রী কলেজ ছাত্রদলের উদ্যোগে মঙ্গলবার (১অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার ৯নং বারবাজার ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ফলজ ও বনজ বৃক্ষ রোপণের মধ্য দিয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।

 

প্রথমে বারবাজার ডিগ্রি কলেজে দেবদারু, নিম ও ফলোজ গাছ রোপনের মধ্য দিয়ে শুরু করে পরবর্তীতে হাট বারবাজার মাধ্যমিক বিদ্যালয় এবং বেলাট দৌলতপুর আলীম মাদ্রাসা প্রাঙ্গনে বিভিন্ন প্রজাতির সর্বমোট প্রায় ২ শতাধিক বৃক্ষরোপণ করা হয়। উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মৌসুম উদ্দিন শোভন এর নেতৃত্বে বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন পৌর ছাত্রদলের আহবায়ক জুয়েল রানা, কলেজ ছাত্রদলের আহবায়ক সাজিদ হাসান জনি, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক ফয়সাল আহমেদ, সহ সাংগঠনিক সম্পাদক ইশতিয়াক পারভেজ, কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আলামিন হোসেন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আসাদুল ইসলাম, আলাউদ্দিন, তারেকুর রহমান টিপু, পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক নিরব হোসেন, সদস্য শাহরিয়ার শান্ত , কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক ইফতি জাহান, বারবাজার ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সোহেল রানা, সাধারণ সম্পাদক শাওন হোসেন, কোলা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আরিয়ান খান সুমন, টিটোন,সামিসিমান্ত,আসিক,সাকিল,তপুসহ নেতৃবৃন্দ। কালীগঞ্জ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মৌসুম উদ্দিন শোভন বলেন,বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ ভাইয়ের সার্বিক সহযোগিতায় আমরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ শুরু করেছি। কালীগঞ্জে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উপজেলা ছাত্রদলের সকল শাখার পক্ষ থেকে বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত থাকবে।

error: Content is protected !!