ভারত থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম:
ভারতের লোকসভা র এম পি এবং তৃনমূল দলের নেতা এবং পশ্চিম বাংলার উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাটের এম পি হাজী নজরুল ইসলাম আজ দুপুরে সকলের ছেড়ে চলে গেছেন পরলোকে। তার বয়স হয়েছিল মাত্র ৬১, বছর।
দীর্ঘদিন ধরে রাজনৈতিকভাবে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যুক্ত ছিলেন। এবং তিনি বহু বার বিধায়ক ছিলেন। পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মেনে কাজ করতেন। তিনি ২০১৪, সালে বসিরহাটের এম পি হন। এবং তার পর ২০১৬, সালে উত্তর চব্বিশ পরগনা জেলার হাড়োয়া কেন্দ্র থেকে বিধায়ক নির্বাচিত হন। এবং ২০২৪,শে, লোকসভার নির্বাচনে বসিরহাট কেন্দ্র থেকে বিপুল ভোটে জয়লাভ করে ভারতের লোকসভায় যান। খুব ভালো মানুষ হিসাবে খ্যাতি লাভ করেন। এবং দীর্ঘদিন রাজনৈতিক জীবনের মধ্যে পশ্চিম বাংলার জন্য প্রচুর পরিমাণে কাজ করে গেছেন।
পানীয় জল ও রাস্তা ঘাট এবং সাধারণ মানুষের অধিকার নিয়ে লড়াই চালিয়ে গেছেন।তার অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।আজ যখন তার নিজের বাসভবন উত্তর চব্বিশ পরগনা জেলার দত্ত পুকুরে মৃত্যুর খবর পান তখন বাকরুদ্ধ হয়ে পড়েন পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিম বাংলার তৃনমূল দলের নেতৃত্ব ইতিমধ্যেই দত্ত পুকুর বহেড়া র হাজী নজরুল ইসলামের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে। বসিরহাটের এম পি হাজী নজরুল ইসলামের মৃত্যু তে গভীর শোক প্রকাশ করেছেন পশ্চিম বাংলার বিরোধী দলের নেতা ও বিধায়ক শুভেন্দু অধিকারী এবং পশ্চিম বাংলার তৃনমূল দলের সাধারণ সম্পাদক এবং এম পি অভিষেক ব্যানার্জি এবং তৃনমূল দলের পশ্চিম বাংলার সভাপতি শ্রী সুব্রত বক্সী ও তৃনমূল দলের সাধারণ সম্পাদক শওকত মোল্লা এবং এম পি বাপি হালদার এবং সাবেক লোকসভা র বিরোধী দলের নেতা ও ভারতের জাতীয় কংগ্রেস এর নেতা অধীর চৌধুরী ও শ্রী প্রদীপ ভট্টাচার্য এবং পশ্চিম বাংলার প্রদেশ কংগ্রেস সভাপতি শ্রী শুভঙ্কর সরকার ও বিজেপি নেতা দীলিপ ঘোষ সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।