রাজশাহীতে অনুষ্ঠিত হল জামায়াতের সদস্য সম্মেলন 

লেখক: Champa Biswas
প্রকাশ: 2 months ago

মোঃ মাসুদ আলম,ব্যুরো,চীফ রাজশাহীঃ

দীর্ঘ ১৬ বছর খোলা মাঠে জামায়াতে ইসলামীর সদস্য সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকালে রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে জামায়াতের রাজশাহী মহানগর আমির ড. মুহাম্মদ কেরামত আলীর সভাপতিত্বে মহানগরীর সদস্যদের নিয়ে সদস্য সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান, লেখক অনুবাদক ও মিডিয়া ব্যক্তিত্ব আলী আহমেদ মাবরুর, জামায়াতের রাজশাহী অঞ্চল পরিচালক অধ্যক্ষ মো. শাহাবুদ্দিন, মহানগরীর সেক্রেটারি এমাজ উদ্দিন মন্ডল

প্রধান অতিথি বলেন,সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে লুকিয়ে থেকে তার প্রেতাত্মাদের উসকে দিয়ে জনমনে বিশৃঙ্খলা সৃষ্টি করছেন। দেশের সকল অপশক্তিকে প্রতিহত করতে হবে। সকলে ঐক্যবদ্ধহয়ে কাজ করতে হবে।

error: Content is protected !!