মোঃ এমদাদ মাগুরা প্রতিনিধি:
মাগুরা শ্রীপুর মুক্তিযোদ্ধা বাহিনীর সাবেক অধিনায়ক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মরহুম আকবর হোসেনের পক্ষ থেকে-বীর মুক্তিযোদ্ধা আলেফ মিয়া ও আলহাজ্ব আব্দুল কুদ্দুস এর সার্বিক পরিচালনায়-বন্যার্থদের জন্য ৯১ হাজার ৫০০টাকা হস্তান্তর করা হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস কক্ষে,উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ মমতাজ মহল এর নিকট বন্যার্তদের সাহায্যার্থে বাংলাদেশ ত্রাণ তহবিলের উদ্দেশ্যে অর্থ হস্তান্তর করা হয় ।
এসময় উপস্থিত ছিলেন,বীর মুক্তিযোদ্ধা মোঃ হাসেম আলী বীর মুক্তিযোদ্ধা ওমর আলী বীর মুক্তিযোদ্ধা নওয়াব আলী মোল্লা বীর মুক্তিযোদ্ধা লুৎফর জোয়ার্দার বীর মুক্তিযোদ্ধা শফিউদ্দিন জোয়ার্দার বীর মুক্তিযোদ্ধা লুৎফর বীর মুক্তিযোদ্ধা ইসমাইল খন্দকার বীর মুক্তিযোদ্ধা মোতালেব মিয়া বীর মুক্তিযোদ্ধা কেরামত বীর মুক্তিযোদ্ধা সামসু মোল্লা বীর মুক্তিযোদ্ধা মোল্লা মতিয়ার রহমান বীর মুক্তিযোদ্ধা আব্দুল রাজ্জাক প্রমুখ।
বন্যা কবলিত অসহায় মানুষদের পাশে দাঁড়ানোকে শ্রীপুর মুক্তিযোদ্ধাদের স্বাগত জানিয়ে মোছাঃ মমতাজ মহল সাংবাদিকদের জানান- বন্যা দুর্গতদের জন্য উপজেলার অনেকেই এই অফিসের মাধ্যমে অর্থ প্রদান করেছেন,বরাবরের মতো এবারও এ অর্থ সরকারের দায়িত্বে থাকা অফিসে প্রদান করে তার ফেরত প্রমাণ পত্র আপনাদের কাছে প্রদান করা হবে।