মোঃ লুৎফর রহমান লিটল,সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ
সিরাজগঞ্জ শহরে এক বৃদ্ধাকে গলা কেটে হত্যা করে তার ঘরে থাকা গরু বিক্রির টাকা লুট করে নিয়েছে দুর্বৃত্তরা।
শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে শহরের চর মালশাপাড়া মহল্লার ৩ নম্বর ক্রসবার বাঁধ এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান শহরের ২ নম্বর পুলিশ ফাঁড়ির এসআই মুস্তাকিন মিঞা।
নিহত হেদেজা বেগম (৮২) সদর উপজেলার চন্ডাল বয়ড়া গ্রামের সোহরাব আলী মণ্ডলের স্ত্রী।
যমুনা নদীর ভাঙনে বসতভিটা বিলীন হওয়ায় কিছুদিন আগে তারা চর মালশাপাড়া ক্রসবার বাঁধ এলাকায় আশ্রয় নিয়েছেন। গরুর দুধ বিক্রি করে জীবীকা নির্বাহ করতেন তারা।
সোহরাব আলী মণ্ডল বলেন, “স্ত্রীকে বাড়িতে একা রেখে প্রতিদিনের মত শুক্রবার সকালেও গাভীর দুধ বিক্রি করতে শহরে গিয়েছিলাম। ফিরে এসে দেখি কে বা কারা আমার স্ত্রীকে গলা কেটে হত্যা করে লাশ ফেলে রেখেছে।
“এছাড়া ঘরের ভেতরে টাংকে রাখা গরু বিক্রির এক লাখ ৩০ হাজার টাকাও নিয়ে গেছে তারা।”
এসআই মুস্তাকিন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গরু বিক্রির টাকা লুট করতেই ওই বৃদ্ধাকে গলা কেটে হত্যা করা হয়েছে।
নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশ কর্মকর্তা মুস্তাকিন।