সতীঘাটায় কৃষকের মাঝে বোরো শস্য বীমা দাবী নগদ অর্থ প্রদান
লেখক:
Rakib hossain প্রকাশ: 4 months ago
মোঃ ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার :
যশোর সদর উপজেলা সতীঘাটা বাজারে সিনজেনটা বাংলাদেশ লিমিটেড এর আয়োজনে কৃষকের মাঝে বোরো শস্য বীমা দাবী নগদ অর্থ প্রদান করা হয়েছে।
২০ আগষ্ঠ মঙ্গলবার ১০ঃ৩০ টার সময় সতীঘাটা বাজারে কৃষকদের মাঝে এই নগদ অর্থ প্রদান করা হয়। ডিলার আমিন উদ্দিন’র সভাপতিত্বে এবং RSM দেবাশিষ কুমার মোদক এর সঞ্চায়লনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিনজেনটা বাংলাদেশ লিমিটেড এর ম্যানোজিং ডিরেক্টর মোঃ হেদায়েত উল্লাহ। বিশেষ অতিথি হেড অব এইচ আর মোঃ ইশরাক আলম, বিশেষ অতিথি মোঃ হালিমুর রশিদ।
আরও উপস্থিত ছিলন, Z,S,m south কামরুল হাসান, মানসী মজুমদার, এসএস পি,ও রেজাউল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান শেষে কর্মকর্তারা বলেন, ১০৪ জন কৃষকের মাঝে বোরো শস্য বীমা দাবী নগদ অর্থ প্রদান করা হবে বলে জানান।