মন্দির ও সংখ্যালঘুদের বুক পেতে রক্ষা করুন আসিফ নজরুল

লেখক: Rakib hossain
প্রকাশ: 4 months ago

ডেস্ক রিপোর্ট :

কোটা সংস্কার আন্দোলনের শুরু থেকেই শিক্ষার্থীদের পক্ষে জোরাল ভূমিকা পালন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক ড. আসিফ নজরুল।

এ আন্দোলন নিয়ে তিনি সড়কে যেমন সরব তেমনি সামাজিক যোগাযোগমাধ্যমেওএবার বুক পেতে মন্দির ও সংখ্যালঘুদের রক্ষার করার আহ্বান জানিয়েছেন ড. আসিফ নজরুল। সোমবার (০৫ আগস্ট) নিজের ফেসবুকে আন্দোলনকারীদের উদ্দেশে এ বার্তা দেন তিনি।

ফেসবুক পোস্টে তিনি বলেন, চলমান আন্দোলন বা রাজনৈতিক বিভিন্ন অঘটনকে কেন্দ্র করে প্রায়ই সংখ্যালঘুদের আক্রান্ত করে ফায়দা লোটার চেষ্টা করে। তাই বর্তমান অবস্থার ওপর ভিত্তি করেই এ বিষয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের সর্তক করেছেন।

তিনি আরও লিখেছেন, কোনো হিন্দু এলাকা বা মন্দির যেন আক্রান্ত না হয়। তাদের বুক দিয়ে রক্ষা করুন। কোনো ফাঁদে পা দেবেন না।

এম আর এইচ / নিউজ বিডি জার্নালিষ্ট ২৪

error: Content is protected !!