স্পোর্টস ডেস্ক:
চোট নিয়েই দ্বিতীয়ার্ধে নেমেছিলেন মাঠে। কষ্টে চালিয়েও যাচ্ছিলেন। কিন্তু কলম্বিয়ার শারীরিক ফুটবলে শেষ পর্যন্ত হার মানতেই হলো লিওনেল মেসিকে। এবারের আঘাতে আর চালিয়ে যেতে পারলেন না। মাঠ ছাড়লেন একরাশ হতাশা নিয়ে। সাইডলাইনের বেঞ্চে বসে ছোট্ট বালকের মতো অশ্রু ঝরাতে দেখা যায় আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী মহানায়ককে।
৩৪তম মিনিটে দারুণ এক আক্রমণে ওঠে বল নিয়ে বাম প্রান্ত দিয়ে ডি বক্সে ঢুকে যান মেসি। কিন্তু শট নেওয়ার সময় ভয়ঙ্কর ট্যাকেলে আঘাত পান আর্জেন্টাইন দলপতি। লম্বা সময় মাঠে চলে শুশ্রুষা। উৎকণ্ঠা ভর করে আর্জেন্টাইন সমর্থকদের মধ্যে। পরে অস্বস্তি নিয়ে খেলা চালিয়ে যান অধিনায়ক।
৬৩তম মিনিটে আবারও প্রতিপক্ষে আঘাতে মাঠে লুটিয়ে পড়েন মেসি। এবার আর চালিয়ে যেতে পারেনি।
কোপা আমেরিকার ফাইনালে এই রিপোর্ট লেখা পর্যন্ত মেসির মতই মাঠে ধুঁকছে আর্জেন্টিনা। কলম্বিয়া আধিপত্য দেখালেও ম্যাচে গোল পায়নি তারাও।