মোঃ এমদাদ মাগুরা প্রতিনিধি :
তীব্র তাপদাহ থেকে রক্ষা পেতে ও বৃষ্টির জন্য সালাতুল ইস্তেসফার নামাজ আদায় করেছেন শ্রীপুরের ধর্মপ্রান মুসল্লিরা , নামাজ শেষে মহান সৃষ্টিকর্তার কাছে অনুতপ্ত ও ক্ষমা চেয়ে বিশেষ মোনাজাত করা হয় ।
সোমবার সকালে মাগুরা শ্রীপুর উপজেলার সাচিলাপুর গ্রাম ও এলাকাবাসীর উদ্যোগে-গ্রামের পশ্চিম পাড়া ঈদগাহ ময়দানে অনুষ্ঠিতব্য অত্র এলাকার কয়েক হাজার ধর্মপ্রাণ মুসল্লীগণ নামাজ ও বিশেষ মোনাজাতে অংশ নেন ।
গ্রামের কৃতি সন্তান আবুবক্কারের সার্বিক পরিচালনায়-
নামাজ ও দোয়া পরিচালনা করেন, গোপালপুর মাদ্রাসার মুহতামিম-মুফতি আমানুল্লাহ রাহমানী -
এ সময় আরো উপস্থিত ছিলেন ,
দারিয়াপুর পশ্চিমপাড়া মাদ্রাসার মুহতামিম মুফতি জিহাদুল ইসলাম -তারাউজিয়াল মাদ্রাসার মুহতামিম মাওলানা হাবিবুল্লাহ-সোনাতুন্দী হাফেজিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল্লাহ-
দারিয়াপুর হাসপাতাল মসজিদের খতিব-মাওলানা শিহাব উদ্দিন -
সাচিলাপুর উত্তরপাড়া জামে মসজিদের খতিব-হাফেজ জিহাদুল ইসলাম-
বরইচারা জামে মসজিদের খতিব-মাওলানা মিজানুর রহমান -
সোনাতুন্দী জয়ার্দার পাড়া জামে মসজিদের খতিব হাফেজ আব্দুল আলিম প্রমুখ।
এছাড়াও অত্র এলাকার কয়েক হাজার ধর্মপ্রাণ মুসল্লি গন নামাজ ও বিশেষ মোনাজাতে অংশ নেন ।