হুমায়ুন কবির কালীগঞ্জ (ঝিনাইদহ ) প্রতিনিধি :
ঝিনাইদহ টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি ও আরটিভির ঝিনাইদহ জেলা প্রতিনিধি শিপলু জামানের পিতা কালীগঞ্জ উপজেলার ফয়লা গ্রামের বাসিন্দা সদর উদ্দিন বিশ্বাস হৃদযন্ত্রের ক্রিয়া
বন্ধ হয়ে ১১ এপ্রিল বৃহস্পতিবার রাত ১০.৩০ মিনিটের দিকে মারা যান ।
জানা গেছে ,আরিটিভির সাংবাদিক শিপলু জামানের পিতা গত
বৃহষ্পতিবার সন্ধ্যার দিকে বুকে ব্যথা অনুভব করলে ,তাকে দ্রুত কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় , অবস্থা অপরিবর্তিত থাকলে
ডাক্তারে পরামর্শে সেখান থেকে তাকে যশোর, এরপর অবস্থার আরো অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার নেওয়ার উদ্দেশ্য মরহুমের বড় ছেলে শিপলু জামান রওনা হন ।পথিমধ্যে সদর উদ্দিন বিশ্বাস শেষ নিস্বাঃস ত্যাগ করেন । এসময় সদর উদ্দিন বিশ্বাসের মৃত্যুর সংবাদে শোকের ছায়া
নেমে আসে কালীগঞ্জ শহর জুড়ে ।মরহুমের মরদেহবাহী এ্যাম্বুলেন্স ফয়লা রোডের নিজ বাড়িতে এদিন রাত ১ টার দিকে আসে ।এ সময় ভিড় করতে থাকেন মরহুমের স্বজনসহ শুভাকাঙ্খিরা ।
রাতেই ঝিনাইদহ ৪ আসনের সাংসদ আনোয়ারুল আজিম আনার শোকার্ত পরিবারের খোজ নিতে ছুটে আসেন ।
১২ এপ্রিল জুম্মার নামাজ শেষে শহরের শহীদ নূর আলী ডিগ্রি কলেজ মাঠে
মরহুমের নামাজের প্রথম জানাজা অনুষ্ঠিত হয় ।জানাযায় ঝিনাইদহ জেলা প্রেসক্লাবের সভাপতি এম রায়হান , সাধারন সম্পাদক ফয়সাল আহমেদ , ঝিনাইদহ টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারন সম্পাদ রাজিব হাসানসহ জেলা প্রেস ক্লাবের সাংবাদিকরা অংশ নেন ।এছাড়া কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবু আজিফ , কালীগঞ্জ শহরের ব্যবসায়ী ,বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীসহ সাধারন মানুষ এ জানাযায় অংশ নেয় ।সদর উদ্দিন বিশ্বাসের ছোট ছেলে ইংল্যান্ড প্রবাসী বিএম আক্তারুজ্জামান সুমন আসার পর মরহুমের দ্বিতিয় জানাজা শেষে এদিন রাতে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয় ।উল্লেখ্য , সদর উদ্দিন বিশ্বাস ছিলেন কালীগঞ্জ উপজেলা পরিবেশক সমিতির সভাপতি , ১৯৭২ সালের সাবেক উপজেলা ছাত্রলীগ সভাপতি ,সাবেক সড়ক সম্পাদক – ঝিনাইদহ জেলা বাস মিনিবাস মালিক সমিতি ।মৃত্যুকালে তিনি স্ত্রী দুই ছেলে শিপলু জামান ও আক্তারুজ্জামান এবং এক কন্যা কানিজ ফাতেমা লাইজুসহ অসংখ্য গুনগ্যাহী রেখে গেছেন ।