দিনাজপুরের ঐতিহাসিক কান্তজিউ মন্দির পরিদর্শনে-সুপ্রিম কোর্টের বিচারকদের আগমন

লেখক: Rakib hossain
প্রকাশ: 8 months ago

রতন শর্মা, দিনাজপুর জেলা প্রতিনিধি:

বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারকদের আগমন উপলক্ষে জেলা প্রশাসন ও রাজদেবোত্তর এস্টেটের পক্ষে স্বাগত জানায়।

৩০ মার্চ শনিবার দিনাজপুর জেলা ঐতিহাসিক এবং সনাতনী সম্প্রদায়ের তীর্থভূমি শ্রী শ্রী কান্তজিউ মন্দির পরিদর্শনে আসেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট, হাই কোর্ট বিভাগের মাননীয় বিচারপতি জেবিএম হাসান, বিচারপতি মোঃ রুহুল কুদ্দুস, বিচারপতি মোঃ ইকবাল কবির, বিচারপতি মোঃ খায়রুল আলম, বিচারপতি সরদার মোঃ রাশেদ জাহাঙ্গীর এবং বিচারপতি বিশ্বজিৎ দেবনাথ।

তাকে দিনাজপুর জেলা প্রশাসনের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নুর-ই-আলম ও দিনাজপুর রাজদেবোত্তর এস্টেটের পক্ষে এজেন্ট রনজিৎ কুমার সিংহ।
সম্মানিত বিচারপতিবৃন্দ ঐতিহাসিক কান্তজিউ মন্দিরের গায়ে টেরাকোটা খচিত মহাভারত, রামায়নসহ সনাতন ধর্মের অনেক ধর্মীয় চিত্র দেখে মুগ্ধ হন। বিচারকবৃন্দ কান্তজিউ মন্দিরের অনেক অজানা তথ্য তুলে প্রশ্ন করলে দিনাজপুর রাজদেবোত্তর এস্টেটের এজেন্ট রনজিৎ কুমার সিংহ সনাতন ধর্মীয় ইতিহাসের আলোকে তার বর্ণনা দেন। এসময় বীরগঞ্জ উপজেলার এসি ল্যান্ড রাজ কুমার বিশ্বাস, দিনাজপুর রাজদেবোত্তর এস্টেটের সদস্য ভবানী শংকর আগাওয়ালা, ডা. বিকে বোস, গোপেশ রায়, বিমল কুমার দাস, সঞ্জয় মিত্র, এ্যাডঃ সরোজ গোপাল রায় উপস্থিত ছিলেন।

error: Content is protected !!