কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম:
গতকাল দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ডায়মন্ডহারবার জেলা পুলিশের অধীনে উস্তি থানার দক্ষ পুলিশ অফিসার শ্রী পার্থ বাবু, এক সিভিক পুলিশের কর্মীকে গ্রেফতার করে।
কারণ হিসেবে জানা যায় যে ঐ সিভিক পুলিশ হরিহরপুর গ্রাম পঞ্চায়েতের অধীনে মহেশ দাড়ি র সরদার পাড়ায় এক মহিলা কে লাথি মারেন। খবর যায় উস্তি থানায়। সেই সঙ্গে এই ঘটনার পর এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। খবর পেয়ে উস্তি থানার অফিসার পার্থ বাবু ও শুভাশিস বাবু সহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা ছুটে আসেন। এবং উত্তেজিত জনতার হাত থেকে ধৃত উস্তি থানার সিভিক পুলিশ শ্রী সুবর্ণ সরদার কে ধরে নিয়ে যায়। এবং পরে সুবর্ণ সরদার কে উস্তি থানার পক্ষ থেকে গ্রেফতার করা হয়েছে বলে জানানো হয়।
এই ঘটনার পর প্রবল ভাবে উত্তেজনা বিরাজ করছিল। গ্রেফতার করার পর তা ফিকে হয়ে যায়। কারণ বর্তমানে উস্তি থানার নতুন অফিসার ইনচার্জ এর নির্দেশ দেন যে উস্তি থানা এলাকায় কোন ঝামেলা ও অপকর্ম বরদাস্ত করা হবে না। তা অক্ষরে অক্ষরে পালন করতে বদ্ধপরিকর ডায়মন্ডহারবার জেলা পুলিশের উস্তি থানার অফিসার পার্থ বাবু ও শুভাশিস বাবু সহ অন্যান্য পুলিশ অফিসাররা।