সেনাবাহিনীর উদ্যোগে অসহায়দের ইফতার সামগ্রী সরঞ্জাম প্রদান

লেখক: Rakib hossain
প্রকাশ: 8 months ago

হলাপ্রুসাই মারমা, খাগড়াছড়ি:
বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৪তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে বিশেষ মানবিক সহায়তা প্রদান করা হয়েছে।
শনিবার মানবিক সহায়তার অংশ হিসেবে উপজেলার পলাশপুর মহিলা এতিমখানায় এতিমদের ও অসহায় ৬০ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। এছাড়াও স্থানীয় মসজিদ ও শিক্ষা প্রতিষ্ঠানে খেলাধুলাসহ বিভিন্ন সরঞ্জাম প্রদান করা হয়।
মানবিক সহযোগিতা কার্যক্রমে বাংলাদেশ সেনাবাহিনীর মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্নেল মো. কামরুল হাসান, জোন উপ-অধিনায়ক মেজর মো. মুরাদ হোসাইন উপস্থিত ছিলেন।
এসময় জোন অধিনায়ক লে. কর্নেল মো. কামরুল হাসান উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন, বাংলাদেশ সেনাবাহিনী দেশের মানুষের কল্যাণে সর্বাবস্থায় কাজ করে যাচ্ছে।
সকল পরিস্থিতিতে বিভিন্ন মানবেতর চাহিদা পরিপূরণের মাধ্যমে সাধারণ মানুষের পাশে আছে। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।
error: Content is protected !!