আলিফ আরিফা, গাজীপুর প্রতিনিধি :
গাজীপুরে একটি তৈরি পোশাক কারখানার মালিককে অপহরণ করে ড্রিল মেশিন দিয়ে জখম ও ২২ লাখ টাকা লুটের ঘটনায় মামলা হলেও কোনো প্রতিকার পায়নি ভুক্তভোগী। গত ৬ ফেব্রুয়ারী কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় ঘটনাটির ১৩দিন পর মামলা হলেও মঙ্গলবার পর্যন্ত গ্রেফতার হচ্ছে না অপরাধীরা।
এদিকে মামলা তুলে নিতে আসামীরা প্রকাশ্যে বাদীকেসহ তার পরিবারের লোকজনদের হত্যার হুমকি দিচ্ছে বলে অভিযোগ রয়েছে আসামীদের বিরুদ্ধে।
ভূক্তভোগী গার্মেন্টস মালিক আবু তালহা বলেন,
গত ৬ ফেব্রুয়ারী (মঙ্গলবার) জমি কেনার বায়না বাবদ তিনি ২২ লাখ টাকা নিয়ে একটি প্রাইভেটকারে কালিয়াকৈর যাচ্ছিলেন। তার গাড়ীটি সফিপুর আনসার একাডেমীর কাছে পৌঁছালে স্থানীয় মেজবাহ উদ্দিন টুটুলের নেতৃত্বে প্রাইভেটকার ও মোটর সাইকেলে এসে ২৫-৩০ জন তার গতিরোধ করে এবং অতর্কিত হামলা করেন। একপর্যায়ে তাকে টেনে হেঁচড়ে অন্য একটি গাড়ীতে উঠিয়ে চোখ বেঁধে ঘটনাস্থল ত্যাগ করে। পরে টুটুলের মোবাইল ফোনের সূত্র ধরে রাত ১২ টার দিকে ঘটনাস্থলের ৭-৮ কিলোমিটার দূরে একটি ফাঁকা মাঠ থেকে পুলিশ গুরুতর আহতাবস্থায় তালহাকে উদ্ধার করে।
এ বিষয়ে মেজবাহ উদ্দিন টুটুল তার বিরুদ্ধে অভিযোগ সম্পূর্ণ মিথ্যা এবং তালহার সাথে তার ব্যবসায়ীক লেনদেন নিয়ে বিরোধ রয়েছে। এছাড়া তিনি ওই মামলায় হাই কোর্ট থেকে জামিনে আছেন বলে যুগান্তরকে জানান।
কালিয়াকৈর থানার ওসি এএফএম নাসিম জানান, ওই ঘটনায় থানায় মামলা হয়েছে এবং মামলাটি তদন্তাধিন রয়েছে। কেউ বাদিকে হুমকি দিয়ে থাকলে তাকে থানায় জিডি বা আদালতকে অবগত করতে বলেন।