মণিরামপুর সড়ক দুর্ঘটনায় সেনা সদস্য নিহত গার্ড অফ অনার প্রদানের মাধ্যমে চিরনিদ্রায় শায়িত
লেখক:
Rakib hossain প্রকাশ: 9 months ago
তহিদুল ইসলাম, নিজস্ব প্রতিবেদকঃ
যশোর মণিরামপুরে সড়ক দুর্ঘটনায় সেনা সদস্য আব্দুল গফফার মৃত্যুবরণ করেছেন। মণিরামপুর সার্কেল অফিসের সামনে ট্রান্সফরমার এর ব্যাবসা করতেন তিনি।মৃত্যু কালে তিনি ১স্ত্রী ৩কন্যা এবং ১জন শিশু পুত্র ও অসংখ্য গুনগ্রহী রেখে গেছেন। এদিকে জনগণের সহায়তায় পুলিশ বাস ও চালক আলমগীর হোসেনকে আটক করেছে। আলমগীর হোসেনের বাড়ি বাগেরহাটের কচুয়া উপজেলায়। তিনি চান্দের কোলা গ্রামের মৃত সাহেব আলীর ছেলে। মণিরামপুর থানার এসআই মাসুম বিল্লাহ বলেন, সকালে নিউ হানিফ পরিবহনের বাসটি বাগেরহাট থেকে যাত্রী নিয়ে ছেড়ে আসে। বাসটি মণিরামপুর পল্লিবিদ্যুৎ দপ্তরের সামনে মোটরসাইকেল আরোহী আব্দুল গফফারকে চাপা দিয়ে চলে যাওয়ার চেষ্টা করে। পরে আমরা বাস ও চালককে আটক করতে সক্ষম হই। চালক ও বাস থানা হেফাজতে আছে। মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়লে এলাকাতে শোকের ছায়া পড়ে যায়।মরহুমের জানাযা নিজ এলাকার বাধা ঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়।
জানাযা শেষে পারিবারিক কবর স্হানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়।যশোর সেনানিবাস ৫৫ পদাতিক ডিভিশন থেকে ১৪ বীর এর চৌকস সেনাদল গার্ড অফ অনার প্রদান করেন এবং বিগোলের করুনসুর বাজিয়ে অন্তিম সজ্জায় শায়িত করেন এবং দাফন বাবদ নগদ দশ হাজার টাকা প্রদান করেন। পাশাপশি শোকাহত পরিবারের সদস্যদের সমবেদনা ও সহমর্মিতা প্রদান করেন।
মরহুমের জানাযা নামাজে মণিরামপুর উপজেলার অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যান সংস্হার উপদেষ্টা মন্ডলীর সদস্য সহ উপস্হিত ছিলেন, মোঃহাফিজুর রহমান সভাপতি অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনী কল্যাণ সংস্থা মণিরামপুর ও সহ-সভাপতি অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যান সংস্থা বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি,মোঃ জাহিদ হোসেন যুগ্ম সাধারণ সম্পাদক অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থা মণিরামপুর উপজেলা শাখা এবং যুগ্ম ও তথ্য প্রচার সম্পাদক অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থা বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি, জাহাঙ্গীর আলম সাধারন সম্পাদক মনিরামপুর উপজেলা শাখা,মোঃ নুরুল ইসলাম(বাবুল) সাংগঠনিক সম্পাদক মণিরামপুর উপজেলা শাখা ও সাধারন সম্পাদক মোঃ ইসহাক আলী অর্থ সম্পাাদক অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনী কল্যান সংস্হা মণিরামপুর উপজেলা শাখা এছাড়াও মণিরামপুর উপজেলা থেকে আগত অসংখ্য অবসরপ্রাপ্ত সেনা সদস্যগন।