ইমরান হোসেন, বাগআঁচড়া প্রতিনিধিঃ
আজ লক্ষণপুর বাজারে মসজিদ সংলগ্নে স্কুলের পাশে দুইটি মোটরসাইকেল সংঘর্ষে তিনজন ব্যক্তি আহত হন। ঘটনা সূত্রে জানা যায় ফিরোজ ও মামুন দুজনে একসাথে গাড়ি চালিয়ে তারা খামারপাড়া থেকে লক্ষণপুর বাজারে আসার জন্য রওনা হয়। সেই সময়ে ফারহান কাদির সোহান লক্ষণপুর বাজারে আসছিল তারপর সুহানের গাড়ির ওভার ট্র্যাকিং করে সামনে যায়।তারা তিনজনই ছিল একে অপরের ভাই ও চাচা সম্পর্ক তারপর ফরহান কাদির সোহন মোটরসাইকেলে ডান সাইট দিয়ে যাওয়ার জন্য।
তার গাড়ির স্পিড বাড়ায় পিছন থেকে হর্ণ দেয়া হলেও শুনতে না পেয়ে সে ডান সাইটে গাড়ি চাপিয়ে দেয় এবং পিছন থেকে আসা গাড়ি তাকে হ্যান্ডেলে লাগিয়ে দিয়ে দুই গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পাকা রাস্তার উপর পড়ে যায়। ঘটনাস্থলে একজনের মাথা ফেটে যায়। এবং আরেকজনের ডান সাইডের বুকের হার এবং ডান হাত ভেঙে যায়। ফারহান কাদের সোহান নামে আরেকজনের হাত পা কেলিয়ে কুলিয়ে যায়।পরে লক্ষণপুর বাজার থেকে অনেক লোকজন দৌড়ায় তাদেরকে সেখান থেকে উদ্ধার করে।
তাদেরকে প্রাথমিক চিকিৎসা প্রদান করে। তারপর মামুন ও ফিরোজ দুই ব্যক্তিকে যশোর সদরে ভর্তি করা হয়। যশোর সদরে উপস্থিত মাহাবুর রহমানকে ফোনের মাধ্যমে জিজ্ঞাসা করলে বলে ফিরোজ মোটামুটি সুস্থ আছে এবং মামুনের অবস্থা খুব একটা ভালো না।