হুমায়ুন কবির,কালীগঞ্জ(ঝিনাইদহ)প্রতিনিধি :
ঝিনাইদহ সদর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নে দূর্ধষ্য চুরির ঘটনা ঘটেছে।সোমবার (২২ জানুয়ারীর) গভীর রাতে নৌহাটি মোড়ে দোকানে এ চুরিরঘটনা ঘটে। এ ঘটনাকে কেন্দ্র করে রস্তম স্টোর এর স্বত্বাধিকরী রেজাউলকরিম ঝিনাইদহ সদর থানায় একটি অভিযোগ করেছেন। ইতিমধ্যে নলডাঙ্গাপুলিশ ক্যাম্পের আইসি মোজলেম তালুকদার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।এ সময় সংঘবদ্ধ চোরের দল দোকানের উপরের টিন ভেঙে ভিতরে প্রবেশ করেসাড়ে ৪ লক্ষ টাকার মালামাল নিয়ে যায় এবং একই ঘরে ভাড়া নেওয়া ইন্টারনেটব্যবসায়ী রাশেদ মন্ডলের ওএলটি,মাইক্রোটিক ও ব্যটারি সহ আইপিএস চুরি হয়। যার আনুমানিক মূল্য প্রায় দুই লক্ষ টাকার অধিক।স্থানীয়রা জানায়, এতবড় চুরির ঘটনা এর আগে কখন ঘটেনি। ভারি ভারি ব্যটারি নিয়ে কীভাবে দোকানের উপর নিয়ে গেল? সংঘবদ্ধ চোর চক্রছাড়া এ চুরি সম্ভব নয়। বাজার ডিউটি সহ পুলিশের টহল বাড়ানোর দাবি জানান তারা।ঝিনাইদহ সদর থানার ওসি মোঃ শাহিন উদ্দীন চোর চক্রকে গ্রেফতারে পুলিশ অভিযান শুরু করেছে।