সোহেল রানাঃ
যশোরে ৪০ বোতল ফেনসিডিলসহ সাকিব হোসেন (২০) নামে এক যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ‘ক’ সার্কেল, জেলা কার্যালয়।বুধবার দুপুর ৩টার দিকে কোতয়ালী মডেল থানাধীন যশোর পৌর বাস টার্মিনাল এলাকা থেকে তাকে আটক করা হয়।আটক সাকিব বেনাপোল পোর্ট থানাধীন পুটখালি পশ্চিমপাড়া গ্রামের ইয়াজুল ইসলামের ছেলে। এ ঘটনায় উপ-পরিদর্শক এস,এম, শাহীন পারভেজ বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় আটককৃতর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।