ঠাকুরগাঁওয়ে নারীদের স্মার্ট উদ্যোক্তা তৈরির লক্ষ্যে প্রশিক্ষণ ও সনদ প্রদান

লেখক: Champa Biswas
প্রকাশ: 12 months ago

মোঃ রাজু রংপুর,বিভাগীয় প্রতিনিধি:

নারীদের স্বাবলম্বী করতে ও স্মার্ট উদ্যোক্তা তৈরির লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা ও সনদ প্রদান অনুষ্ঠীত হয়েছে।কারুপন্য উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালনায় জয়িতা ফাউন্ডেশন, মহিলা শিশু মন্ত্রণালয়এর আয়োজনে শনিবার দুপুরে করুপণ্য উন্নয়ন সংস্থার নিজস্ব কার্যালয়ে এ সনদ প্রদান অনুষ্ঠিত হয়।প্রশিক্ষণে ঠাকুরগাঁও,পঞ্চগড়,দিনাজপুর,নীলফামারি এ চার জেলঅ থেকে ২০ জন করে মোট ৮০ জন প্রশিক্ষণার্থী ইলেকট্রনিক এন্ড ইনস্টলেশন মেইনটেনেন্স বিষয়ক প্রশিক্ষণ নিতে আসে।অনুষ্ঠানে কারুপণ্য উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক চন্দনা ঘোষ এর সভাপতিত্বে অনলাইন কনফারেন্স এর মাধ্যমে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,জয়িতা ফাউন্ডেশনের মহাব্যববস্থাপক(উপসচিব) নিপুল কান্তি বালা, জয়িতা ফাউন্ডেশনের সক্ষমতা বিনির্মান প্রকল্প পরিচালক শেখ মুহাম্মাদ রেফাত আলী প্রমুখ।

error: Content is protected !!