কালীগঞ্জে আওয়ামীলীগের দু’পক্ষের সংঘর্ষে  ইউপি সদস্যসহ আহত ১০

লেখক: Rakib hossain
প্রকাশ: 1 year ago

হুমায়ুন কবির, কালীগঞ্জ ঝিনাইদহ  প্রতিনিধি:
ঝিনাইদহের কালীগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামীলীগের
দুইপক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। সোমবার ( ৪ সেপ্টেম্বর)
সকালে কোলা ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের
মধ্যে আশঙ্কাজনক অবস্থায় আকবর আলীর ছেলে ইউনুস খাঁ (৫০),ইউনুস
খাঁর ছেলে ইমাদুল (২৮),আলী আহম্মদের ছেলে কামরুল বিশ্বাস (৩০) মতলেব
বিশ্বাসের ছেলে ওহাব বিশ্বাস (৪৩) মরজেদ বিশ্বাসের ছেলে রিয়াজুল
বিশ্বাস(৩০) কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে। ইউপি
সদস্য আকবর শেখের ছেলে চান্নু মেম্বর,ওদুল খাঁর ছেলে ইদ্রিস খাঁ ও
আবেদুর আলীর ছেলে জাহামম বিশ্বাসের অবস্থা গুরুতর হওয়াই তাদেরকে
যশোর সদর হাসপাতালে রেফার্ড করা হয়েছে। তারা সকলে সাড়াবাড়িয়া
গ্রামের বাসিন্দা। অন্যদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া
হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, স্থানীয় চান্নু মেম্বর ও কোলা
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাউদ্দীন আল আজাদের মধ্যে বিরোধ চলছিল।
এরই জের ধরে সোমবার সকাল সাড়ে ৭টার দিকে রামচন্দ্রপুর নতুর বাজারে
সিরাজুল ও ইদ্রিস খাঁর মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়।
একপর্যায়ে দুইপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এতে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হন।
এ ঘটনায় এলাকায় দুইপক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। খবর পেয়ে পুলিশ
ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) মাহাবুবুর রহমান ঘটনার সত্যতা
নিশ্চিত করে বলেন, স্থানীয়দের আধিপত্য বিরোধের জেরে এ সংঘর্ষ হয়েছে।
এখনো কোনপক্ষ থানায় লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেব। এলাকার পরিস্থিতি এখন শান্ত রয়েছে।
error: Content is protected !!