প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২১, ২০২৪, ৯:৫৯ পি.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ১২, ২০২৩, ১০:১৫ পূর্বাহ্ণ
যশোরে জোরপূর্বক এক বিধবার জমি দখল, খুনের হুমকি অতপর থানায় অভিযোগ
যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের কুয়াদাস্থ সিরাজসিঙ্গা গ্রামের জোরপূর্বক এক বিধবা ও তার সন্তানের স্থাবর ও অস্থাবর সম্পত্তির দখলের অভিযোগ পাওয়া গেছে। এই নিয়ে যশোর কোতোয়ালি মডেল থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, রামনগর সিরাজসিঙ্গা গ্রামের অনুমান ৭ ৮ বছর পূর্বে তোরাব আলীর বিশ্বাস নামে এক ব্যক্তি স্ত্রী পুত্র রেখে এক দুর্ঘটনায় বিদ্যুৎ স্পষ্ট মারা যান। তার মৃত্যুর পর তার স্ত্রী মানসিক বিকারগ্রস্ত হয়ে পড়ে। তাকে সুস্থ করার জন্য এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ লিখিতভাবে তোরাব আলী বিশ্বাস এর ভাই সোহরাব হোসেন বিশ্বাস ও তার ভাবীর রেক্সোনা বেগম এর নিকট বসতবাড়ির মালামাল রেখে দেন। শর্ত থাকে যে মৃত তোরার বিশ্বাসের স্ত্রী সুস্থ হয়ে আসলে বসতবাড়ি সকল মালামাল বুঝিয়া দেবেন। মানসিকভাবে সুস্থ হয়ে মৃত তোরাব বিশ্বাসের স্ত্রী আছিয়া খাতুন ও তার একমাত্র সন্তান হৃদয় হোসেনকে নিয়ে শ্বশুরালয় বসবাস করতে থাকে। বসবাসকালে সে তার রেখে যাওয়া বসত বাড়ির মালামাল ও স্বামীর অরেশ মূলে প্রাপ্ত সম্পত্তি বুঝাইয়া দেয়ার জন্য বারবার তাগিদ দেন। কিন্তু বিবাদী রেজাউল সরদারগং তা ফেরত দিতে অস্বীকার করেন। বিষয়টি আমলে নিয়ে মৃত তোরাব বিশ্বাসের ছোট ভাই রুস্তম হোসেন নিজ ভাইপো হৃদয় হোসেনের প্রাপ্য সম্পত্তি ও মালামাল বুঝাই দেওয়ার উদ্যোগ নিলে আসামীরা তাকে মারপিট এবং খুন জখমের হুমকি প্রদান করেন। উপান্তর না পেয়ে বিধবা আছিয়া খাতুন ও তার পুত্র জান মাল রক্ষার্থে ও ওয়ারেশ অংশ বুঝিয়া পেতে কোতয়ালি মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন। এই অভিযোগের বিষয় কোতয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ জনাব তাজুল ইসলাম বলেন , এই অভিযোগটি আমি দেখেছি তবে এই অভিযোগের ঘটনার বিষয়টি তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।
কপিরাইট © নিউজ বিডি জার্নালিষ্ট ২৪- ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত। সম্পাদক : মোঃ রাকিব হোসেন, বার্তা সম্পাদক: চম্পা বিশ্বাস, প্রকাশক: মুহাঃ মোশাররফ হোসেন,প্রধান উপদেষ্টা: মো: বেল্লাল হাওলাদার, সহযোগী সম্পাদক: মোঃ আল ইমরান, , 01550040372 E-mail: newsbdjournalist24@gmail.com