ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে পালিত হল পবিত্র আশুরা

লেখক:
প্রকাশ: 1 year ago

মোঃমাসুদ আলম, ব্যুরো চীফ, রাজশাহী 
ইসলামিক ফাউন্ডেশন বিভাগীয় কার্যলয়, রাজশাহীর আয়োজনে পবিত্র “আশুরার গুরুত্ব ও তাৎপর্য” শীর্ষক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শনিবার ২৯ জুলাই ইসলামিক ফাউন্ডেশন রাজশাহী বিভাগীয় কার্যলয়ে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের কার্যক্রম পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়।  অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ রেজ্জাকুল হায়দার, পরিচালক, ইসলামিক ফাউন্ডেশন বিভাগীয় কার্যালয়, রাজশাহী অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মুফতি মোঃ মুহিব্বুল্লাহ, খতিব, শাহমখদুম দরগা স্টেট জামে মসজিদ, রাজশাহী। আলোচক তার আলোচনায় আশুরার গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন। তিনি বলেন  আল্লাহ ও রাসূলপ্রেমিক মুমিনের জন্য কারবালার ঘটনা অত্যন্ত দুঃখজনক ও হৃদয়বিদারক ঘটনা।আরবি বর্ষপরিক্রমার প্রথম মাস মহররম। এ মাসের ১০ তারিখ মহানবী সা:-এর ওফাতের ৫০ বছর পর ৬১ হিজরিতে সংঘটিত হয় এ মর্মান্তিক ঘটনা। এদিনে মহানবী সা:-এর প্রিয় নাতি ইমাম হুসাইন রা: ও তাঁর পরিবার এবং বংশের ৭২ জন নির্মমভাবে শাহাদাত বরণ করেন। এছাড়াও এদিন অনেক ঘটনা ঘটে  এ দিনেই হজরত ইবরাহিম আ: জন্মগ্রহণ করেন, তাঁকে ‘খলিলুল্লাহ’ উপাধিতে ভূষিত করা হয় এবং নমরুদের অগ্নি থেকে মুক্তি দেয়া হয়। হজরত ইদ্রিস আ:-কে বিশেষ মর্যাদায় চতুর্থ আসমানে উঠিয়ে নেয়া হয় এ দিনে। দীর্ঘ ৪০ বছর পর হজরত ইউসুফ আ:-এর সাথে তার পিতা ইয়াকুব আ:-এর সাক্ষাৎ হয়। হজরত আইয়ুব আ: দীর্ঘ ১৮ বছর কুষ্ঠরোগ ভোগ করার পর আরোগ্য লাভ করেছিলেন এ দিনে। ইউনূস আ: ৪০ দিন মাছের পেটে থাকার পর মুক্তিলাভ করেন এ দিনে। হজরত সুলায়মান আ: সাময়িক রাজত্বহারা হন।আল্লাহ তায়ালা তাঁকে আবার রাজত্ব ফিরিয়ে দেন এ দিনে।
এছাড়াও সকাল সাড়ে ৮ টার দিকে শিরোইল কলোনী ৪ নং রোডের মাঝখান থেকে রাজশাহীর প্রথম ইসলাম প্রচারক শহীদ হযরত তুরকান শাহ্ (র.আ.) ও হযরত শাহ মখদুম রূপোস (র.আ.) এর রওজা মোবারকের উদ্দেশ্যে শোকের স্মরণ র‍্যালি, গিলাফ পুষি অর্পণ ও মোনাজাত শেষে
পুনরায় দরবারে যা খাতুনে জান্নাত (র.আ.)- এ এসে শেষ হয়।  এরপর সন্ধ্যায় বয়ান হয়।
error: Content is protected !!