নূরুল হক,মণিরামপুর প্রতিনিধি:
‘ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে উন্নীতকরণের লক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উন্নয়ন দর্শন ও সোনার বাংলাদেশ গড়ার স্বপ্নকে সফলভাবে বাস্তবায়নের অঙ্গীকার নিয়ে বর্তমান আওয়ামী লীগ সরকার ২০৪১ সালে রূপকল্প বাস্তবায়নের করতে নিরলসভাবে কাজ করে চলেছেন। এরই মধ্যে বাংলাদেশ উন্নয়নশীল দেশের কাতারে শামিল হওয়ার যোগ্যতা অর্জন করেছে। উন্নয়নের রোল মডেল হিসেবেও বাংলাদেশ এখন আর্ন্তজাতিক অঙ্গনে সমাধৃত হয়েছে। সরকারের পরবর্তী লক্ষ্য স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ। সুতরাং এ উন্নয়নের ধারা অব্যহত রাখতে আবারও আওয়ামীলীগকে ক্ষমতায় আনতে নৌকায় ভোট দিতে হবে। আর এ লক্ষ্যে যুবকদেরকেই বেশি বেশি কাজ করতে হবে।’
‘রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নির্দেশ, যুবকরাই গড়বে আধুনিক বাংলাদেশ’-এ শ্লোগানকে সামনে রেখে আওয়ামীলী যুবলীগ কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে আগামী ২০ জুলাই খুলনা বিভাগীয় ‘তারুণ্যের জয়যাত্রা’ সমাবেশ সফল করার লক্ষ্যে মণিরামপুর উপজেলা যুবলীগের উদ্যোগে এক প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুব্রত পাল।
রোববার সন্ধায় মণিরামপুর পৌরসভা চত্ত¡রে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড. মোঃ শামীম আল সাইফুল সোহাগ।
উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ও উপজেলা ভাইস চেয়ারম্যান উত্তম চক্রবর্তী বাচ্চুর সভাপতিত্বে এতে সম্মানীত অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবলীগের প্রচার সম্পাদক জয়দেব নন্দী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন যশোর জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু।
উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শরিফুল ইসলাম রিপনের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন যশোর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আরিফুল ইসলাম রিয়াদ, সাবেক সহসভাপতি ফয়সাল খান, উপজেলা যুব মহিলা লীগের সভাপতি ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কাজী জলি আক্তার, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য তাজরীন সুলতানা শোভা, উপজেলা যুবলীগনেতা সুপ্রিয় ভট্টাচার্য্য শুভ, যুবলীগনেতা ও পৌর কাউন্সিলর মোঃ আজিম, সুমন দাস, যুবলীগনেতা এস,এম লুৎফর রহমান, আবুল কালাম আজাদ, জুলফিকার আলী জুলু, গাজী আসাদ, পলাশ ঘোষ, উপজেলা কৃষক লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক মামুন অর রশিদ জুয়েল, যুবলীগনেতা অভিজিৎ দত্তসহ প্রমুখ।