১৭০০ বাংলাদেশী শান্তিরক্ষীকে মালি থেকে ফিরতে হবে – মোহাম্মদ রফিকুল আলম

লেখক: Champa Biswas
প্রকাশ: 1 year ago

ডেস্ক রিপোর্টঃ 

জাতিসংঘের সিদ্ধান্ত অনুযায়ী মালির ১৭০০ বাংলাদেশী শান্তিরক্ষীকে আগামী ৩১শে ডিসেম্বরের মধ্যে দেশে ফিরতে হবে বলে জানিয়েছেন পরারাষ্ট্র মন্ত্রালয়ের ভারপ্রাপ্ত মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম। বৃহস্পতিবার ( ৬ই জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। এ সময় ভারপ্রাপ্ত মুখপাত্র মোহাম্মাদ রফিকুল আলম জানান, গত ৩০শে জুন জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সর্বসম্মতভাবে রেজুলেশন ২৬৯০ পাস হয়। এ রেজুলেশনের মাধ্যমে কার্যরত মালিতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের ম্যান্ডেট বাতিল এবং মালি মিশন থেকে সব শান্তিরক্ষীদের প্রত্যাহারের সিদ্ধান্ত গৃহীত হয়।

আগামী ৩১শে ডিসেম্বরের মধ্যে সব শান্তিরক্ষীদের মালি থেকে প্রত্যাহার করা হবে এবং এ বিষয়ে মালি সরকার প্রয়োজনীয় সহযোগিতা করবে। তিনি জানান, মালিতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন বন্ধের মূল কারণ হলো মালি সরকারের অসম্মতি। গত জুন মাসে মালির অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্রমন্ত্রী শান্তিরক্ষীদের সরিয়ে নেওয়ার জন্য জাতিসংঘের প্রতি আহ্বান জানান। স্বাগতিক দেশের সম্মতি ব্যতীত শান্তিরক্ষীদের নিরাপত্তা এবং শান্তিরক্ষা কার্যক্রম পরিচালনা অসম্ভব বলে মন্তব্য করেছেন জাতিসংঘ মহাসচিব। একই মন্তব্য করেন নিরাপত্তা পরিষদের সভাপতির দায়িত্বে থাকা সংযুক্ত আরব আমিরাতের প্রতিনিধি।

২০১৩ সাল থেকে এ শান্তিরক্ষা মিশনের কার্যক্রম শুরু হয়। শুরু থেকেই মালিতে বাংলাদেশ সশস্ত্র বাহিনী এবং পুলিশ বাহিনীর সদস্যরা মালিতে শান্তিরক্ষা মিশনে দায়িত্বরত আছে। বর্তমানে সেনা বাহিনী ও পুলিশ বাহিনী মিলে প্রায় ১৭০০ বাংলাদেশি শান্তিরক্ষী মালি মিশনে দায়িত্বে নিয়োজিত আছেন। বাংলাদেশ ছাড়াও আরও বেশ কয়েকটি দেশের শান্তিরক্ষী মালি শান্তিরক্ষা মিশনে কাজ করছে। গৃহীত রেজুলেশন অনুযায়ী মালি মিশনে দায়িত্বরত সব শান্তিরক্ষীদের প্রত্যাহার করা হবে। জাতিসংঘের ম্যান্ডেটের অধীন ভবিষ্যতে যে কোনো শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ করার ক্ষেত্রে বাংলাদেশের প্রস্তুতি সবসময় রয়েছে বলে জানান এ মুখপাত্র।

মুহাঃ মোশাররফ হোসেন/নিউজবিডিজার্নালিস্ট ২৪

error: Content is protected !!