০৯ নং  ওয়ার্ডের সম্ভাব্য মেম্বারদের তালিকায় এগিয়ে সেলিম রেজা মুন্না

লেখক: Rakib hossain
প্রকাশ: 7 days ago

মোঃ আরিফুল ইসলাম( আরিফ) রাজগঞ্জ :

আগামী স্থানীয় সরকার নির্বাচনে সারা দেশের মতো মনিরামপুর উপজেলার বিভিন্ন ওয়ার্ডে চেয়ারম্যান এবং মেম্বার প্রার্থীদের সম্ভাব্য নামের তালিকা প্রকাশ পেতে শুরু হয়েছে। এর মধ্যে ঝাঁপা ইউনিয়নের ০৯ ওয়ার্ড চন্ডিপুরের প্রায় হাফ ডজন মেম্বার প্রার্থীর নামের কথা শোনা যাচ্ছে, তাদের মধ্যে জনজরীপে এগিয়ে সেলিম রেজা মুন্না।

তিনি সদালাপী এবং সদা হাস্যউজ্জল। এরই মধ্যে বিভিন্ন কাজের মাধ্যমে এবং তাঁর আচার ব্যবহারে ভোটারদের মন জয় করেছে। ভোটররা  সেলিম রেজা মুন্নার জয়ের ব্যাপারে আশাবাদী। তবে শেষ পর্যন্ত কে জয়ী হবে তা দেখার জন্য আগামী নির্বাচন পর্যন্ত অপেক্ষা করতে হবে।

error: Content is protected !!