কোলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমামঃ
ভারতের মহারাষ্ট্রে অবস্থিত একটি সরকারি হাসপাতালে ৪৮ ঘণ্টায় ৩১ জনের মৃত্যু হয়েছে। হাসপাতালটি পরিদর্শনে গিয়ে এর টয়লেটের অবস্থা নোংরা দেখে প্রচণ্ড ক্ষিপ্ত হন স্থানীয় এমপি। এই পরিস্থিতে হাসপাতাল প্রধানকে দিয়েই এটি পরিষ্কার করান তিনি।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার (৩ অক্টোবর) ক্ষমতাসীন দল শিব সেনার এমপি হেমন্ত পাতিল রাজ্যের শঙ্করাও চৌহান সরকারি হাসপাতাল পরিদর্শনে যান। সেখানে নোংরা টয়লেটটি তার চোখে পড়ে। এতে ক্ষিপ্ত হয়ে হাসপাতালটির প্রধান (ডিন) শ্যামরাও ওয়াকোদেকে ধরেন এবং তাকেই এটি পরিষ্কার করতে বলেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যাচ্ছে, ডিন শ্যামরাও ঝাড়ু দিয়ে টয়লেটটি পরিষ্কার করছেন আর এমপি পাইপ দিয়ে পানি ছিটাচ্ছেন।
হাসপাতালটিতে ৪৮ ঘণ্টায় ৩১ জনের মৃত্যুর খবর সংবাদ মাধ্যমের শিরোনাম হয়। এরপর সরকারদলীয় এমপি হেমন্ত পাটিল হাসপাতালটি পরিদর্শনে যান। তখন নোংরা শৌচাগার নজরে আসে তার।
হাসপাতালটিতে দু'দিনে এত মানুষের মৃত্যুর জন্য পর্যাপ্ত ওষুধ ও কর্মীর অভাবকে দুষছেন ভুক্তভোগীরা। তবে হাসপাতালের প্রধান দাবি করেন সবার অবস্থা আশঙ্কাজনক ছিল বলেই মৃত্যু হয়েছে।