হারানোর ভয়
মুহাঃ মোশাররফ হোসেন
শত কষ্ট আর যন্ত্রনা
সহ্য করেছে শুধু পাবার আশায়,
বলতে পারিনি কখনো
পেয়েছে হারানোর ভয়।
সেটাকি সে বুঝেনি?
তাকে সে চায়!
কবে বুঝবে সে?
ছিলো সেই অপেক্ষায়।
হঠাৎ একদিন সে কাছ থেকে
অনেক দূরে চলে যায়,
কি করিবে ভেবে নাহি পায়
শুধু কষ্ট নিঃশ্বাসে হারায়।
ভাগ্যের কি নির্মম পরিহাস
শুধু নিজেই নিজের শান্তনায় থাকে,
দূরে গেলেও যদি দেখা পাই
চাঁপা যন্ত্রনা নিয়ে চেয়ে থাকে তার দিকে।