স্বেচ্ছাসেবক দল নেতার খেলোয়াড়দের মাঝে সম্মাননা স্মারক প্রদান

লেখক: Rakib hossain
প্রকাশ: 1 week ago

আরিফ ইসলাম,রাজগঞ্জ :

মাদক ছেড়ে খেলতে চলো কলম ধরো জীবন গড়ো এই স্লোগান কে সামনে রেখে ঐতিহ্য বাহী পলাশী স্পোর্টিং ক্লাব এর আয়োজনে ৩ দিন ব্যাপী ১৬ দলীয় নাইট ফুটবল টূর্ণামেন্ট এর আয়োজন করা হয়। প্রতি বছর এমন জমকালো আয়োজনে অনুষ্ঠানে জমজনাট হয় টুর্নামেন্টটি। সেই ধারাবাহিকতায় গত ৩১ অক্টোবর থেকে ২রা নভেম্বর পর্যন্ত ১৬ দলীয় নাইট ফুটবল টূর্ণামেন্ট এর খেলা অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় চাচড়া মধ্যপাড়া একাদশ কে ০-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন ট্রফি জিতে নেয় দাশ পাড়া একতা ক্লাব। উক্ত খেলায় ১ম পুরুস্কার ছিল নগদ ১৭০০০ টাকা ও ২য় পুরুস্কার ছিল নগদ ১৩০০০ টাকা।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাবঃ নিশাত তামান্না,উপজেলা নির্বাহী অফিসার, মনিরামপুর, যশোর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাবঃ আবু বক্কার সিদ্দিক,চেয়ারম্যান, কপোতাক্ষ হজ্ব গ্রুপ।
আমন্ত্রিত অতিথি ছিলেন জনাবঃ রেজাউল হক,যুব উন্নয়ন কর্মকর্তা, মনিরামপুর, যশোর।
উক্ত খেলায় সভাপতিত্ব করেন জনাবঃ বিপ্লব দাশ,সভাপতি, পলাশী স্পোর্টিং ক্লাব।

উক্ত খেলায় সকল খেলোয়াড় দের জন্য সম্মান স্মারক প্রদান করেন সৌদি প্রবাসী ও যশো জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য জনাবঃ মোহাম্মাদ আবু শাহীন। তার এই সম্মান স্মারক পেয়ে সকল খেলোয়াড়,রেফারি, ধারাভাষ্যকার অনেক খুশি হয়।তারা বলেন এই সম্মাননা স্মারক আমারা কাছে স্মৃতি হয়ে থাকবে। শাহীন ভাইয়ের এই উদ্যোগকে আমরা স্বাগত জানায়।

আবু শাহীন বলেন আমি জীবন জীবিকার তাগিদে প্রবাসে অবস্থান করছি কিন্তু দেশের প্রতি টান সবসময় কাজ করে। পরিশ্রম করলেও দেশের জন্য কিছু করতে মন চায় সবসময়৷ আমি চেষ্টা করি সবসময় ভাল কিছু করার জন্য। সেই ধারাবাহিকতায় পলাশী স্পোর্টিং ক্লাবের সাথে একাত্মতা ঘোষণা দিয়ে আমি তাদের দাবির পেক্ষিতে পুরুস্কার প্রদান করেছি৷। আগামীতেও সকল মানবিক ও সামাজিক কাজে নিজেকে যুক্ত রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ।

error: Content is protected !!