স্বার্থ ত্যাগ
মুহাঃ মোশাররফ হোসেন
জীবনে বড় তুমি হবে
কাউকে ছোট করে নয়,
বড় যদি হতে চাও তবে
মানুষের মনকে করো জয়।
জীবনে হাসবে কিন্তু
কাউকে কাঁদিয়ে নয়,
সদা করবে সদাচরণ
কেহ কষ্ট যেন না পায়।
জীবনে জয়ী তুমি হবে
কাউকে ঠকিয়ে নয়,
নিজের স্বার্থ ত্যাগ করে
দিতে হবে মহত্বের পরিচয়।
স্বার্থ ত্যাগ করতে হলে
সদায় লাগে অনেক ধৈর্য্য,
ধৈর্য্যে আছে বহু গুণ
কথায় কাজে রাখতে হয় মাধুর্য্য।