সোহেল রানাঃ
যশোরের ঝিকরগাছায় স্বামীর লাঠির আঘাতে বৃদ্ধা স্ত্রী জবেদা বেগম (৬০) নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার দোশতিনা গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত স্বামীর নাম আবদুস সালাম (৬৫)। তাকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,আবদুস সালাম কৃষিকাজ শেষ করে বাড়িতে এলে তার স্ত্রী জবেদা বেগমের সঙ্গে ঝগড়া হয়। স্ত্রী অভিযোগ করেন, তাকে টাকা না দিয়ে অন্যভাবে খরচ করেন স্বামী। এ নিয়ে দুজনের তর্কাতর্কির একপর্যায়ে স্বামী ডুমুর গাছের ডাল দিয়ে স্ত্রীকে মারধর করেন।
ঝিকরগাছা থানা পুলিশের (ওসি) সুমন ভক্ত ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘বড় ছেলেকে গোপনে টাকা দিতেন স্বামী। এটা নিয়েই কলহের জেরে লাঠি দিয়ে স্ত্রীকে আঘাত করেন তিনি। কিছুক্ষণ পরে তিনি মারা যান। স্বামীকে আটক করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’