স্বাগতম

লেখক: বুলবুল হোসেন
প্রকাশ: 5 days ago

স্বাগতম
মোঃ বুলবুল হোসেন

নতুন ভোরের নতুন সূর্য
নতুন বছর সবার মাঝে
থাকুক সবাই বেশ।
বন্ধু তোমার সুরের বাঁশি
সবার মুখে মিষ্টি হাসি
সবুজ বাংলাদেশ।

সুস্থ ধারা রাজনীতিতে
মিলেমিশে সম্প্রীতিতে
ধ্বংসের হবে শেষ।
রাগ অভিমান ভুলে যাবো
বাংলার মাটি খাঁটি পাবো
মোদের চাওয়া পেশ।

error: Content is protected !!