স্বাগতম
মোঃ বুলবুল হোসেন
নতুন ভোরের নতুন সূর্য
নতুন বছর সবার মাঝে
থাকুক সবাই বেশ।
বন্ধু তোমার সুরের বাঁশি
সবার মুখে মিষ্টি হাসি
সবুজ বাংলাদেশ।
সুস্থ ধারা রাজনীতিতে
মিলেমিশে সম্প্রীতিতে
ধ্বংসের হবে শেষ।
রাগ অভিমান ভুলে যাবো
বাংলার মাটি খাঁটি পাবো
মোদের চাওয়া পেশ।