সোহেল রানাঃ
যশোরের (শার্শা-১ আসনের) এমপি আলহাজ্ব শেখ আফিল উদ্দিন বলেন,সাংবাদিকরা সমাজের দর্পণ। দেশ ও দশের কল্যাণে কাজ করার দারুন সুযোগ তাদের আছে। সমাজের ভালো-মন্দ, হাসি-কান্না তুলে ধরার সাংবাদিকের হাতিয়ার কলম। সৈনিকের হাতিয়ারের চেয়ে সাংবাদিকের কলম ধারালো। তিনি সাংবাদিকদের সকল ভেদাভেদ ভুলে দেশ ও দশের কল্যাণে স্বচ্ছ ও নিরপেক্ষভাবে কাজ করার আহ্বান জানান।
বুধবার (১৫ নভেম্বর) বিকালে নাভারণ সেবা ক্লিনিক সংলগ্ন প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ের সামনে ভোরের চেতনা পত্রিকার বিশেষ প্রতিনিধি ও নাভারণ প্রেসক্লাবের সভাপতি আমিনুর রহমানের সভাপতিত্বে নাভারণ প্রেসক্লাবের নব-গঠিত কমিটির পরিচিতি সভা ও দৈনিক ভোরের চেতনা পত্রিকার ২৫তম বর্ষে পদার্পণ উপলক্ষে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সিরাজুল হক মঞ্জু,যশোর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সালেহ আহমেদ মিন্টু, নাভারণ ডিগ্রী কলেজের অধ্যক্ষ ইব্রাহিম খলিল,শার্শা সদর ইউনিয়নের চেয়ারম্যান কবির উদ্দিন আহমেদ তোতা,শার্শা সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সোহরাব হোসেন, সাবেক ছাত্রলীগের সভাপতি আব্দুর রহিম সর্দার, সাংবাদিক আসাদুজ্জামান নয়ন, আশরাফুল ইসলাম, রাসেল ইসলাম, সেলিম আহমেদ, এ বি এস রনিসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ।
পরে নাভারণ প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ নব-গঠিত সদস্যদেরকে ফুলেল শুভেচ্ছা জানান।
নাভারণ প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটির সভাপতি আমিনুর রহমান, সহ-সভাপতি রুহুল কুদ্দুস শাকিল, নুর ইসলাম তরফদার, মামুনুর রশীদ, সাধারণ সম্পাদক মোফাজ্জেল হোসেন রাজু, যুগ্ম সম্পাদক মফিজুর রহমান বিষু, ইকরামুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মীর ফারুক হোসেন,সহ সাংগঠনিক রাসেল আহমেদ,দপ্তর সম্পাদক জসিম উদ্দিন, প্রচার সম্পাদক সোহেল রানা, অর্থ সম্পাদক হিরন আহমেদ, ক্রিড়া সম্পাদক আনোয়ারুল ইসলাম, কার্য নির্বাহী সদস্য ইসমাইল হোসেন, শিশির কুমার সরকার, তোফাজ্জেল হোসেন লিটন, রফিকুল ইসলাম।