সেফটি ট্যাংকে পাঁ পিঁছলে মা-ছেলেসহ তিনজনের মৃত্যু

লেখক: Rakib hossain
প্রকাশ: 4 months ago

স্টাফ রিপোর্টারঃ রংপুর:
সেফটি ট্যাংকের ওপর মই রেখে লাউশাক পাড়তে (সংগ্রহ) গিয়ে ট্যাংকের জরাজীর্ণ ঢাকনা ভেঙে ভেতরে পড়ে মা-ছেলে সহ ৩ জনের মৃত্যু হয়েছে। ৪ জুলাই বৃহস্পতিবার সকালে মিঠাপুকুর উপজেলার ১৩ নম্বর শাল্টি গোপালপুর ইউনিয়নের ধাপ উদয়পুর গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
মৃতরা হলেন- বাদশা মিয়ার স্ত্রী দেলোয়ারা বেগম (৫৬), বাদশা মিয়ার ছেলে হুদা মিয়া (৩৫) ও তবারক হোসেনের ছেলে ইবলুল মিয়া (৩৫)। বিষয়টি নিশ্চিত করেছেন মিঠাপুকুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ। ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা জানিয়েছে, কার্বন মনোক্সাইড গ্যাসের তীব্রতায় তাদের মৃত্যু হয়েছে।
এলাকাবাসী ও নিহতের পরিবার জানিয়েছে, উপজেলার গোপালপুর ইউনিয়নের ধাপ উদয়পুর গ্রামের দেলোয়ারা বেগম নিজ বাড়ির সেফটি ট্যাংকের ওপর মই রেখে লাউশাক পাড়তে (সংগ্রহ) করছিলেন। এক পর্যায়ে ট্যাংকের জরাজীর্ণ ঢাকনা ভেঙে ভেতরে পড়ে যান। তার চিৎকার শুনে ছেলে হুদা মিয়া মাকে বাঁচাতে ট্যাংকের ভেতরে নেমে অসুস্থ হয়ে পড়েন। পরে প্রতিবেশী ইবলুল মিয়া ট্যাংকে নেমে উদ্ধারের চেষ্টা করলে তিনিও অসুস্থ হয়ে পড়েন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এক ঘণ্টার চেষ্টা চালিয়ে তাদের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে।
error: Content is protected !!