সুন্দর বন গ্রামিন মেলার শুভ উদ্বোধন করলেন জননেতা শওকত মোল্লা

লেখক: Rakib hossain
প্রকাশ: 12 months ago

কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম:

দক্ষিণ চব্বিশ পরগনা জেলার গভীর সুন্দর বন এলাকার ঐতিহ্যবাহী সুন্দর বন মেলা শুরু হয়েছে। এই মেলার উদ্বোধন করেন পশ্চিম বাংলা র বিধান সভার সদস্য এবং সুন্দর বন উন্নয়ন বোর্ড এর চেয়ারম্যান ও পশ্চিম বাংলা র তৃনমূল দলের অন্যতম সাধারণ সম্পাদক জননেতা শওকত মোল্লা। এই ঐতিহ্যবাহী মেলায় অংশ নেন ক্যানিং পূর্ব এবং পশ্চিম ও গোসবা এবং বাসন্তীর ও বারুইপুর জেলা পুলিশ এলাকার কয়েক লক্ষ মানুষ। এই মেলা অনুষ্ঠানে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও খেলা ও ক্রিয়া করে থাকেন মেলা কমিটি। চলে ব্যপক কেনাকাটা। বাচ্চা থেকে বৃদ্ধ ও মহিলাদের এবং যুবকদের ভীড় চোখে পড়ার মতো। ব্যাবসায়ী মানুষ জন তাদের নিজ নিজ পাসরা নিয়ে আসেন এই মেলা প্রাঙ্গণে। জাতি ধর্ম নির্বিশেষে সকলে মিলেমিশে একাকার। এই সুন্দর বন মেলা উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের বন ও ভূমি সংস্কার দপ্তরের কর্মধক্ষ্য মোক্তার সেখ এবং ক্যানিং পূর্বে র চেয়ারম্যান সেকেন্দার মোল্লা এবং তৃনদলের অন্যতম সাধারণ সম্পাদক ও নেতা সাদিক লস্কর সহ অন্যান্য তৃনমূল দলের নেতৃত্ব এবং অন্যান্য অঞ্চলের প্রধান ও পঞ্চায়েত সমিতি ও পঞ্চায়েত সদস্যরা।

error: Content is protected !!