সুনামগঞ্জ কিন্ডারগার্টেন এসোসিয়েশন কর্তৃক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

লেখক: Champa Biswas
প্রকাশ: 1 year ago

এফ এম হাসান,বিশেষ প্রতিনিধিঃ-

প্রাথমিকে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশন।সোমবার (৪ সেপ্টেম্বর) বিকেলে দোয়ারাবাজার উপজেলা পরিষদ হল রুমে এ সংবর্ধনা অনুষ্ঠান হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দোয়ারাবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান আল তানভির আশরাফী চৌধুরী,এসোসিয়েশনের সভাপতি মুজিবুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শামিম হোসাইন’র পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফ মুর্শেদ মিশু,উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ফজলে রাব্বানী,উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পঞ্চানন কুমার সানা।এসময় বক্তারা বলেন, সবাইকে মুক্তিযুদ্ধের শিক্ষায় শিক্ষিত হতে হবে। বিভিন্ন সাংস্কৃতিক ও বিতর্ক প্রতিযোগিতার মধ্যদিয়ে শিক্ষার্থীদের মেধা যাচাইয়ের ব্যবস্থা করতে হবে।বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের উদ্যেশে বক্তারা আরো বলেন, মানুষ হইতে হবে মানুষ যখন (বঙ্গবন্ধুর- কথা )কে কাজে লাগানোর আহ্বান জানান।এছাড়াও কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আওতাধীন সকল শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষককদের ট্রেনিংয়ের ব্যবস্থা করার আস্বস্ত করেন উপজেলা প্রশাসন।এসোসিয়েশন সূত্রে জানা গেছে, ২০২২ সালের(পঞ্চম শ্রেনী) সরকারি বৃত্তি পরিক্ষায় উপজেলার ৩৫ টি কিন্ডারগার্টেন স্কুলের ৩১ জন শিক্ষার্থী বৃত্তি পায়। এদের মধ্যে ২৩ শিক্ষার্থী ট্যালেন্টপুল ও ৮ জন শিক্ষার্থী সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে।বৃত্তিপ্রাপ্ত প্রতিষ্ঠান গুলো হলো,উপজেলার নরসিংপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান আল মদিনা একাডেমি -(শতভাগ-রেজাল্ট)-৫জন শিক্ষার্থী ট্যালেন্টপুল ও ১ জন সাধারণ,বাংলাবাজার ইউনিয়নের স্টুডেন্ট কেয়ার একাডেমি ২ ট্যালেন্টপুল,শহিদ স্মৃতি একাডেমি ২ ট্যালেন্টপুল,কলাউড়া সানফ্লাওয়ার কিন্ডারগার্টেন ২ ট্যালেন্টপুল, ২সাধারণ,আইডিয়াল একাডেমি ১ ট্যালেন্টপুল,১সাধারণ,ইকরা কিন্ডারগার্টেন ১ ট্যালেন্টপুল,১ সাধারণ,বোগলাবাজার ইউনিয়নের বিদ্যানিকেতন কিন্ডারগার্টেন ৩ ট্যালেন্টপুল,মিতালী একাডেমি ২ ট্যালেন্টপুল,১ সাধারণ,গ্রীনহীল একাডেমি ১ সাধারণ,লক্ষিপুর ইউনিয়নের আল-ফালাহ একাডেমি ১ ট্যালেন্টপুল,পান্ডারগাঁও ইউনিয়নের আল-আকছা একাডেমি ২ ট্যালেন্টপুল,১ সাধারণ,মান্নারগাঁও ইউনিয়নের ABCD একাডেমি ২ ট্যালেন্টপুল বৃত্তিলাভ করে।এই আয়োজনের মাধ্যেমে শিশু শিক্ষার্থীদের সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট দেয়া হয়।দুপুরের খাবার আপ্যায়নের মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।

error: Content is protected !!