মিতালী রানি দাস, সিলেট বিভাগীয় প্রতিনিধি:
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় হাওরের পানিতে ডুবে বউ-শাশুড়ির মৃত্যু হয়েছে।
ডুবে যাওয়ার প্রায় আড়াই ঘণ্টা পর শুক্রবার বিকাল ৪টার দিকে উপজেলার জানিয়ারচর গ্রামের হাওর থেকে দুজনের মৃতদেহ উদ্ধার করে বলে জানান ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ শামসুদ্দোহা।
নিহতরা হলেন- সদর ইউনিয়নের জানিয়ারচর গ্রামের হক মিয়ার স্ত্রী পিপাসা আক্তার (২০) এবং তার মা রেজিয়া খাতুন (৪৫)।
পুলিশ জানায়, দুপুরে হক মিয়ার বাড়ির সামনে হাওরের পানিতে গোসল করতে গিয়েছিলেন বউ-শাশুড়ি। অসাবধানাবশত ঘাট থেকে পা পিছলে পানিতে পড়ে যান পিপাসা।
তিনি সাঁতার জানতেন না। তাকে বাঁচাতে ঝাঁপ দেন রেজিয়া। তখন দুজনেই তলিয়ে যান।
আশপাশের লোকজন দেখে তাদের উদ্ধারে তল্লাশি শুরু করে। আড়াই ঘণ্টা পর তাদের মৃত অবস্থায় উদ্ধার করা হয়। কারও কোনো অভিযোগ না থাকায় পুলিশ মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করেছে।
ধর্মপাশা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জোবায়ের পাশা হিমু বলেন ঘটনাটি মর্মান্তিক। দুজনের পরিবারকে প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা করা হবে।