হুমায়ুন কবির, ঝিনাইদহ প্রতিনিধি:
প্রভাবশালী সুদখোরদের অত্যাচারে বাড়িছাড়া, জাল রেজিস্ট্রি ও প্রাণ
নাশের হুমকির প্রতিবাদে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বেলা সাড়ে ১২ টায় ঝিনাইদহ প্রেসক্লাব মিলনাতনে এই
সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সুদে কারবারীরা হলেন, কালীগঞ্জ
উপজেলার ঈশ্বরবা গ্রামের মৃত ইসমাইল মোল্যার ছেলে আনোয়ার, একই
উপজেলার পাইকপাড়া গ্রামের আব্দুর রহমানের ছেলে আব্দুল ওহাব,
নিশ্চিন্তপুর গ্রামের লুৎফর রহমমানের ছেলে আহসানুল্লাহ হাসান ও ফয়লা
গ্রামের রুস্তম মন্ডলের ছেলে সবুজ।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী লতিফুল আলম শহিদুল লিখিত অভিযোগে
বলেন, সুদখোররা তার কাছে সুদে পাওনা টাকা না দিলে জোর পূর্বক
বাড়ি লিখে দিতে বাধ্য করিবে। প্রাণ ভয়ে বেশ কিছু দিন যাবত তিনি ঘর
বাড়ি ছেড়ে যাযাবর জীবন যাপন করছেন। বিষয়টি নিয়ে প্রতিকার
চেয়ে আদালতে সুবিচারের জন্য দুটি মামলা করেছেন। এ ঘটনায়
স্থানীয় প্রশাসনসহ প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তিনি।
সংবাদ সম্মেলন উপস্থিত ছিলেন, শহিদুল ইসালের স্ত্রী জবা বানু, ছেলে
মাহমুদুল হাসান মাহিম।