সুইডেনে কোরআন অবমাননার প্রতিবাদে কালীগঞ্জ ঈমাম পরিষদের বিক্ষোভ

লেখক: Champa Biswas
প্রকাশ: 1 year ago

হুমায়ুন কবির,কালীগঞ্জ(ঝিনাইদহ)প্রতিনিধি:

সুইডেনে কোরআন অবমাননা ও মুসলমানদের প্রতি নির্যাতনের প্রতিবাদে ঝিনাইদহের কালীগঞ্জে বিক্ষোভ কর্মসূচী পালন করেছে কালীগঞ্জ ঈমাম পরিষদ। কালীগঞ্জ ঈমাম পরিষদের সভাপতি মুফতি মাহমুদুল হাসানের সভাপতিত্বে এবং মওলানা মাহফুজুর রহমানের পরিচালনায় সোমবার ( ১০জুন) বিকালে কালীগঞ্জ মেইন বাসস্ট্যান্ডে এ কর্মসূচী পালন করা হয়। বিকাল ৪টায় বিভিন্ন প্রান্ত থেকে দলে দলে ধর্মপ্রাণ মুসলমানরা সমাবেশ স্থলে একত্রিত হতে থাকে।

এ সময়ে ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার,কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ বিক্ষোভ সমাবেশে উপস্থিত হয়ে একাত্বতা ঘোষণা করেন। বিক্ষোভ সমাবেশে আরো উপস্থিত ছিলেন,মুফতি ফারুক নোমানী,ঈমাম বাসস্ট্যান্ড জামে মসজিদ,মাওলানা খালিদ হাসান বিন শহীদ,ঈমাম বিহারী মোড় জামে মসজিদ,দেলোয়ার হুসাইন,ঈমাম চাপালী জামে মসজিদসহ আরো অনেকে।

এ সময়ে বক্তরা বলেন,যারা আজ মুসলমানদের নিয়ে তুচ্ছ তাচ্ছিল্ল করছে,পবিত্র ধর্মগ্রস্থ কোরান পুড়ানোর দৃড়তা দেখাচ্ছে তারা অচিরেই ধ্বংস হয়ে যাবে। সমাবেশ থেকে সুইডেনের সমস্ত প্রকার পন্য রয়কটের আহ্বান জানানো হয়। সমাবেশকে ঘিরে কালীগঞ্জ থানা পুলিশ নিচ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করেন।

error: Content is protected !!