সিলেট সুনামগঞ্জের শাল্লায় গোবিন্দ দাস খুন,গ্রেফতার-৩ 

লেখক: Champa Biswas
প্রকাশ: 1 year ago

শাহিদুর রহমান,দিরাই উপজেলা প্রতিনিধি:

সুনামগঞ্জের শাল্লা উপজেলার সবজি বিক্রেতা গোবিন্দ দাস (৩৫) সিলেট শহরের খুনের ঘটনায় ৩ জনকে গ্রেফতার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হল -রাহাত রাব্বি (২০),পিতা- সেলিম মিয়া,সৌরভ দাস (১৯),পিতা- রিন্টু দাস উভয় সাং- সাদিপুর শিবগঞ্জ,থানা-শাহপরাণ জেলা- সিলেট। আতিকুর রহমান শুভ (১৯),পিতা-আলমাছ মিয়া, সাং-ভাটাটিকর ১নং রোড,টিলাগড়,থানা-শাহপরাণ ,জেলা-সিলেট। এসময় তাদের নিকট থেকে নিহতব্যক্তির ৪ হাজার ৩০০ শত টাকাও উদ্ধার করে পুলিশ। নিহত গোবিন্দ দাস সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলার বড়গাঁও গ্রামের মৃত গৌরাঙ্গ দাসের পুত্র। খুনের ঘটনায় সিলেট কোতোয়ালী মডেল থানায় গোবিন্দ দাসের বড় ভাই জনার্ধন দাস বাদী হয়ে মামলা নম্বার (২) তারিখ ১লা জুন দায়ের করেন।

ঘটনার বিবরণে জানা যায়, দীর্ঘদিন ধরে বাঁচার তাগিদে পরিবার নিয়ে সিলেট শহরের আখালিয়া নতুন বাজারে ভাড়া বাসা নিয়ে ভ্যান গাড়ীতে করে সবজি বিক্রি করতো গোবিন্দ দাস। প্রতিদিনের ন্যায় বৃহস্পতিবার (০১ জুন) ভোরে গোবিন্দ দাস বাসা থেকে সোবহানীঘাটের কাঁচাবাজার হতে সবজি কিনার জন্য নিজ ভ্যানগাড়ী নিয়ে রওয়ানা দেন। হঠাৎ ৫:২০ মিনিটের সময় ধোপাদিঘীর পূর্ব পাড়ের সৈয়দ চান্দ আহমদ চিশতিয়া মাজারের সামনের পাকা রাস্তার উপর পৌঁছালে ৪/৫ জন যুবক গোবিন্দ দাসের পথরোধ করে ধারালো চাকু দ্বারা তার ডান হাতের নিচে পাজরে আঘাত করে এতে গোবিন্দ গুরুতর রক্তাক্ত জখম হয় এবং সাথে থাকা নগদ ৭,০০০/- টাকা ও নিয়ে পালিয়ে যায় দূস্কৃতিকারীরা । গুরুতর আহত গোবিন্দ দাসের চিৎকারে আশ পাশের লোকজন এসে গোবিন্দ দাস কে চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়া গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করে।

এ ঘটনার সিলেট কোতোয়ালী মডেল থানা অফিসার ইনচার্জ,মোহাম্মদ আলী মাহমুদ বলেন গোবিন্দ দাস খুনের ঘটনায় ঘটনাস্থল পুলিশের উচ্চপর্যায়ের কর্মকর্তারা পরিদর্শন করেছে। ডিজিটাল প্রযুক্তির সহায়তায় ঘটনার সঙ্গে জড়িত ৩ জনকে গ্রেফতার করে আদালত সোপর্দ করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যহত রয়েছে।

error: Content is protected !!