সিলেট লেখক পরিষদ’র সাহিত্য আসর অনুষ্ঠিত 

লেখক: Champa Biswas
প্রকাশ: 5 months ago

আবদুল কাদির জীবন, সিলেট:

সিলেট লেখক পরিষদ কেন্দ্রীয় সংসদের সভাপতি দেওয়ান এ এইচ মাহমুদ রাজা চৌধুরী বলেন, ত্যাগ ব্যক্তি ও সমাজকে আলোকিত করে। মোহাম্মদ নুরুল হক নিখাঁদ একজন সংস্কৃতিকর্মী, রাজনীতিবিদ, ভাষাসৈনিক ও সাংবাদিক ছিলেন।

যিনি কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের মূখ্যপত্র প্রাচীন পত্রিকা ‘আল-ইসলাহ’র এর জন্য অনেক ত্যাগ স্বীকার করেছিলেন, যার কারণে আজও তিনি মানুষের হৃদয়ে চিরস্মরণীয়। তিনি সংসদের সাবেক সাধারণ সম্পাদক ও সংগঠনের মূখ্যপত্র আল-ইসলাহ’র আজীবন সম্পাদক ছিলেন। এছাড়া তিনি কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের অন্যতম প্রতিষ্ঠাতা।

তিনি গতকাল বুধবার (৩ জুলাই ২০২৪) সন্ধা ৮ ঘটিকার সময় সিলেট নগরীর আম্বরখানা ইলেকট্রিক সাপ্লাই রোডস্থ লেখক পরিষদের কার্যালয়ে কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাবেক সাধারণ সম্পাদক ও সংগঠনের প্রাচীন পত্রিকা “আল-ইসলাহ’র আজীবন সম্পাদক কবি নুরুল হক কে নিবেদিত সিলেট লেখক পরিষদ কেন্দ্রীয় সংসদ’র ১২ তম নিয়মিত মাসিক সাহিত্য আসর ও সেমিনারে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।

সিলেট লেখক পরিষদ কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক আবদুল কাদির জীবনের পরিচালনায় শুরু হওয়া অনুষ্ঠানে মূখ্য আলোচকের বক্তব্য রাখেন, ভ্রমণকাহিনী লেখক ও সাইক্লোন কেন্দ্রীয় সংসদের সাবেক সভাপতি মোয়াজ আফসার, সরকারি প্রাইমারি স্কুলের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক কবি ছয়ফুল আলম পারুল, ঔপন্যাসিক সিরাজুল হক।

এছাড়া লেখাপাঠ ও বক্তব্য রাখেন, কবি মকসুদ আহমদ লাল, কবি সাজিদুর রহমান প্রমুখ।অনুষ্ঠানের শুরুতে মহাগ্রন্থ আল-কোরান থেকে তেলাওয়াত করেন সোহেল আহমদ।

মূখ্য আলোচকের বক্তব্যে ভ্রমণকাহিনী লেখক মোয়াজ আফসার বলেন, মেধা ও শ্রম দিয়েছিলেন তাই আজ কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ আলোকিত ও প্রস্ফুটিত। সবাই তাঁকে শ্রদ্ধাভরে স্মরণ করে।

ঔপন্যাসিক সিরাজুল হক বলেন, সত্যের প্রতি অবিচল যারা তাঁরাই আজীবন বেঁচে থাকেন।

error: Content is protected !!