সিলেট জেলা প্রতিনিধি :
সিলেট লেখক পরিষদ কেন্দ্রীয় সংসদের সভাপতি দেওয়ান এ এইচ মাহমুদ রাজা চৌধুরী বলেন, জ্ঞান সমাজ সংস্কারের সূতিকাগার। ক্ষণজন্মা মনীষীদের অন্যতম ছিলেন পির মাওলানা শফিকুল হক ফারুকী। তিনি একাধারে একজন হাফেজে কুরআন, ক্বারী, মুহাদ্দিস মুফাসসির, সংগঠক, সংস্কারক ও ইসলামি গবেষক।
তিনি গতকাল বুধবার (১ মে ২০২৪) সন্ধা ৭.৩০ ঘটিকার সময় সিলেট নগরীর আম্বরখানা ইলেকট্রিক সাপ্লাই রোডস্থ সিলেট লেখক পরিষদের কার্যালয়ো পির মাওলানা শফিকুল হক ফারুকী রাহ. কে নিবেদিত সিলেট লেখক পরিষদ কেন্দ্রীয় সংসদ’র ১০ম নিয়মিত মাসিক সাহিত্য আসর ও সেমিনারে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।
সিলেট লেখক পরিষদ কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক ও ইংরেজি ম্যাগাজিন “দ্য আর্থ অব অটোগ্রাফ” সম্পাদক আবদুল কাদির জীবনের পরিচালনায় ও সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোঃ ছয়ফুল করিম চৌধুরী হায়াতের স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে মূখ্য আলোচকের বক্তব্য রাখেন বিশিষ্ট লেখক ও গবেষক, কবি সরওয়ার ফারুকী, মূল প্রবন্ধ উপস্থাপন করেন লেখক ও গবেষক, প্রাবন্ধিক শামসীর হারুনুর রশিদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট কবি সালেহ আহমদ খসরু।
এছাড়া লেখাপাঠ ও বক্তব্য রাখেন সরকারি প্রাইমারি স্কুলের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক, কবি ছয়ফুল আলম পারুল, ঔপন্যাসিক সিরাজুল হক, বিশিষ্ট ছড়াকার ও প্রকাশক কামরুল আলম, কে.এম মাসুদুর রহমান, কবি নূর মোহাম্মদ চৌধুরী মুবিন, কবি মকসুদ আহমদ লাল, কবি রাকিব আলী, সোহেল আহমদ প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে মহাগ্রন্থ আল-কোরান থেকে তেলাওয়াত করেন কবি নুর মোহাম্মদ চৌধুরী মুবিন।
মুখ্য আলোচকের বক্তব্যে কবি সরওয়ার ফারুকী বলেন, ইতিহাসের নানান বাঁকে মানব জাতির কল্যাণে যে বা যারা কাজ করেন তাদের অনুকরণের মধ্যে রয়েছে আমাদের মুক্তির পয়গাম, তাদের পথ আমরা অনুসরণ করলে শান্তির পথ খুঁজে পাব। মানবজাতির ইতিহাসে সত্য ও মিথ্যার দ্বন্দ্ব চিরন্তন। এ দ্বন্দ্বের পথে যারা আলোকবর্তিকা হিসেবে কাজ করেছেন পীর শফিকুল হক তাদের অন্যতম।