আবদুল কাদির জীবন, সিলেট জেলা প্রতিনিধি :
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম বলেন, জ্ঞান সাধনা ও নেতৃত্বের মাধ্যমেই মুসলমানরা বিশ্ব জয় করেছে। যুগে যুগে জ্ঞান বিজ্ঞানে অগ্রসরমান জাতিই সভ্যতার নেতৃত্ব দিয়েছে। আবু রায়হান আল-বেরুনি ছিলেন পন্ডিত ব্যক্তি। তিনি একাধারে দার্শনিক, চিন্তাবিদ, গবেষক ও সাহিত্যিক ছিলেন।
তিনি গতকাল বুধবার (৩ জানুয়ারি ২০২৩) সন্ধা ৬.৩০ ঘটিকার সময় নগরীর ইলেকট্রিক সাপ্লাই রোডস্থ সিলেট লেখক পরিষদ, কেন্দ্রীয় সংসদ আয়োজিত বিখ্যাত শিক্ষাবিদ, দার্শনিক, সাহিত্যিক ও গবেষক আবু রায়হান আল-বেরুনি কে নিবেদিত সংগঠনের ৮ম নিয়মিত মাসিক সাহিত্য আসর ও সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
সিলেট লেখক পরিষদ কেন্দ্রীয় সংসদের সভাপতি, সংগঠক দেওয়ান এ এইচ মাহমুদ রাজা চৌধুরীর সভাপতিত্বে ও সংগঠনের সাংগঠনিক সম্পাদক আবদুল কাদির জীবনের উপস্থাপনায় সংগঠনের মাসিক সাহিত্য আসর ও সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার আহমদ মাহবুব ফেরদৌস, সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. ছয়ফুল করিম চৌধুরী হায়াত। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন কবি ও প্রাবন্ধিক আব্দুল বাছিত।
এছাড়া বক্তব্য রাখেন ঔপন্যাসিক সিরাজুল হক, জালালাবাদ গ্যাসের সহকারী ব্যবস্থাপক মোহাম্মদ মফিক আলী, প্রাবন্ধিক ও গবেষক শামসীর হারুনুর রশিদ, সংগঠনের কোষাধ্যক্ষ কবি দেওয়ান গাজী আব্দুল কুদ্দুস শমসাদ, উদ্দীপন একাডেমির সহকারী শিক্ষক রাসেল আহমদ।
সিলেট লেখক পরিষদ কেন্দ্রীয় সংসদের নিয়মিত মাসিক সাহিত্য আসরে লেখাপাঠ করেন ছড়াকার আতাউর রহমান বঙ্গী, কবি নুর মোহাম্মদ চৌধুরী মুবিন, কবি মকসুদ আহমদ লাল। গান পরিবেশন করেন কবি কুবাদ বখত চৌধুরী রুবেল, শিল্পী বাহাউদ্দীন বাহার ও মো. নজরুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে মহাগ্রন্থ আল-কোরান থেকে তেলাওয়াত করেন কবি কামাল আহমদ।