সিলেট মোবাইল পাঠাগারের ৮৩৮তম সাহিত্য আসর সম্পন্ন স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় কলমযুদ্ধে কবি সাহিত্যিকদের এগিয়ে আসার আহ্বান

লেখক: Rakib hossain
প্রকাশ: 1 year ago

আবদুল কাদির জীবন, সিলেট জেলা প্রতিনিধি :

সিলেট মোবাইল পাঠাগারের ৮৩৮তম নিয়মিত সাপ্তাহিক সাহিত্য আসরে বক্তারা বলেন, ইজরায়েল-ফিলিস্তিন যুদ্ধ বন্ধ ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় কলমযুদ্ধে কবি সাহিত্যিকদের এগিয়ে আসতে হবে। নিরপরাধ নারী-শিশুসহ গাজায় গণহত্যা বন্ধে অনতিবিলম্বে জাতিসংঘকে হস্তক্ষেপ করা অপরিহার্য। ফিলিস্তিনি জনগণের মানবাধিকার প্রতিষ্ঠায় বিশ্বের শক্তিধর দেশগুলোকে এগিয়ে আসতে হবে। তাদের উপর এই অবিচার বন্ধে বিশ্বকে এগিয়ে আসার আহবান।
গত ২১ অক্টোবর শনিবার সন্ধ্যা ৭.০০ ঘটিকার সময় সিলেট নগরীর আম্বরখানা ইলেকট্রিক সাপ্লাই রোডস্থ মোবাইল পাঠাগারের কার্যালয়ে ফিলিস্তিনের শহীদ শিশুদের উৎসর্গ করে সিলেট মোবাইল পাঠাগারের ৮৩৮ তম নিয়মিত সাপ্তাহিক সাহিত্য আসরে বক্তরা এসব কথা বলেন।
সিলেট মোবাইল পাঠাগারের জীবন সদস্য, প্রাবন্ধিক শামসীর হারুনুর রশিদের সভাপতিত্বে ও পাঠাগারের নির্বাহী সম্পাদক ছড়াকার আবদুল কাদির জীবনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মোবাইল পাঠাগারের জীবন সদস্য, সরকারি প্রাইমারি স্কুলের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক, কবি ছয়ফুল আলম পারুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি দেওয়ান গাজী আব্দুল কুদ্দুস শমসাদ।
মোবাইল পাঠাগারের নিয়মিত সাপ্তাহিক সাহিত্য আসরে স্বরচিত লেখা পাঠ ও গান পরিবেশন করেন, গীতিকার নুর মোহাম্মদ চৌধুরী মুবিন, কবি মকসুদ আহমদ লাল, কবি কামাল আহমদ, গীতিকার বাহা উদ্দিন বাহার, গীতিকার কুবাদ বখত চৌধুরী রুবেল প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে মহাগ্রন্থ আল-কোরান থেকে তেলাওয়াত করেন কবি নুর মোহাম্মদ চৌধুরী মুবিন।

error: Content is protected !!