সিলেটসহ দেশের বিভিন্নস্থানে বজ্রসহ বৃষ্টির আভাস

লেখক: Rakib hossain
প্রকাশ: 1 year ago

সুনামগঞ্জ, বিশেষ প্রতিনিধিঃ

আবহাওয়া অধিদপ্তরের এক পূর্বাভাসে বলা হয়েছে, বৃহস্পতিবার দেশের বিভিন্নস্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আজ বৃহস্পতিবার (২৪ আগস্ট) সকাল থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশেও কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ থেকে অতি বর্ষণ হতে পারে।

এছাড়া দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং প্রায় অপরিবর্তিত থাকতে পারে রাতের তাপমাত্রা । অন্যদিকে, আগামী তিনদিনে সারাদেশে বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়তে পারে।

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়, মৌসুমী বায়ুর অক্ষ রাজস্থান, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিম বঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বাড়তি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় আছে।

গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল সৈয়দপুরে ৩৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস ও আজকের সর্বনিম্ন তাপমাত্রা কুতুবদিয়ায় ২৩ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।

error: Content is protected !!