প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৫, ২০২৪, ১০:১১ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৪, ২০২৪, ১১:২৪ অপরাহ্ণ
সিরাজগঞ্জ র্যাব ১২ অভিযানে ১৬০ বোতল ফেনসিডিলসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার
সিরাজগঞ্জ র্যাব ১২ অভিযানে রায়গঞ্জে ১৬০ বোতল ফেনসিডিলসহ ২ জন মাদক কারবারিকে গ্রেপ্তার।
আজ বৃহস্পতিবার বিকেলে গনমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে র্যাব ১২। বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার ভোররাত সাড়ে তিনটার সময় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব ১২’র সদর কোম্পানির একটি চৌকষ আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ থানাধীন চান্দাইকোনা জমজম হোটেলের সামনে বগুড়া-ঢাকাগামী মহাসড়কের উপর” একটি মাদক বিরোধী অভিযান চালিয়ে ১৬০ বোতল ফেন্সিডিলসহ ২ মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে। এছাড়া, তাদের কাছ থেকে মাদকদ্রব্য পরিবহণের কাজে ব্যবহৃত ২ টি মোবাইল ফোন ও নগদ ৭ হাজার ৯৪৫ টাকা জব্দ করা হয়েছে।
র্যাব আরও জানায়, আসামিরা দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন থানা এলাকায় তার ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে মাদকদ্রব্য ফেন্সিডিল ক্রয়-বিক্রয় করে আসছিল।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন, নারায়ণগঞ্জের বন্দর থানার,চিরইপাড়া গ্রামের,মৃত আশিকুর আলীর ছেলে মো. আসাদ আলী (৫৫) এবং বগুড়ার আদমদিঘী থানার, কুন্ডকগ্রামের মৃত ডিজেন্দ্রনাথ তলা পাত্রের ছেলে চয়ন তলা পাত্র (৪০)।
গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে রায়গঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন, র্যাব-১২’র সিপিএসসি স্কোয়াড্রন লীডার কোম্পানী কমান্ডার মোহাম্মদ ইলিয়াস খান।
কপিরাইট © নিউজ বিডি জার্নালিষ্ট ২৪- ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত। সম্পাদক : মোঃ রাকিব হোসেন, বার্তা সম্পাদক: চম্পা বিশ্বাস, প্রকাশক: মুহাঃ মোশাররফ হোসেন,প্রধান উপদেষ্টা: মো: বেল্লাল হাওলাদার, সহযোগী সম্পাদক: মোঃ আল ইমরান, , 01550040372 E-mail: newsbdjournalist24@gmail.com