সিরাজগঞ্জ উল্লাপাড়ায় মহিলা চোর চক্রের ১০ সদস্য গ্ৰেপ্তার করেছে পুলিশ 

লেখক: Rakib hossain
প্রকাশ: 9 months ago

মোঃ লুৎফর রহমান লিটন, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মহিলা চোর চক্রের ১০ জন মহিলা চোর কে গ্ৰেপ্তার করেছে উল্লাপাড়া মডেল থানা পুলিশ।
শনিবার বেলা বারোটার সময় সাংবাদিক সম্মেলন এর মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন উল্লাপাড়া সার্কেল অমৃত সূত্রধর।
চোর চক্রের সদস্যরা হলেন উল্লাপাড়া থানা দিন ঘাটিনা গ্রামের রনির স্ত্রী বুলবুলি খাতুন ওরফে টুটু(৪৫), জামালপুর জেলার ইসলামপুর থানার মাহমুদপুর নতুন পাড়ার জহুরুল ইসলাম জুক্কুর স্ত্রী মোছাঃ রুপালি খাতুন(৪০),একই গ্রামের জাহিদুল ইসলামের স্ত্রী মোছাঃ রূপালী খাতুন (২৫), সাইদুল ইসলামের স্ত্রী মোছাঃ মোরশেদা খাতুন (৩০), পাবনা জেলার ঈশ্বরদী থানার আটমাইল আজাহারপাড়া গ্রামের রাকিব হোসেনের স্ত্রী মোছাঃ রাবেয়া খাতুন(২১), গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানার উত্তর সামস্ গ্রামের মৃত আব্দুল কাদেরের মেয়ে মোছাঃ শাবনুর খাতুন(২০), জামালপুর জেলার ইসলামপুর থানার নতুন পাড়া গ্রামের মোঃ জাহিদের স্ত্রী মোছাঃ আনোয়ার খাতুন (২০), ওই একই থানার মাহমুদপুর নতুনপাড়া গ্রামের শামসুলের স্ত্রী মোছাঃ আনজু খাতুন (৩৫), গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানার উত্তর সামস্ গ্রামের জসীম উদ্দীনের স্ত্রী মোছাঃ নাসিমা খাতুন(২৭)ও জামালপুর জেলার ইসলামপুর থানাধীন জহুরুল ইসলাম জক্কু মেয়ে মোছাঃ রিক্তা খাতুন (১৪),
এ বিষয়ে উল্লাপাড়া সার্কেল অমৃত সূত্রধর জানান, তাদের একটি সঙ্ঘবদ্ধ চক্র বিভিন্ন ব্যাংক ও হাটবাজারে টার্গেট করে পকেট থেকে মানিব্যাগ, মহিলাদের কাছ থেকে টাকা সহ মূল্যবান জিনিসপত্র হাতিয়ে নিত। এক জন মহিলা ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে উপজেলার বিভিন্ন অঞ্চলে অভিযান পরিচালনার মাধ্যমে দশজনকে গ্রেফতার করা হয়েছে এবং তাদেরকে জেলাজতে পাঠানো হয়েছে।
error: Content is protected !!