সিরাজগঞ্জে  ৩টি বৈদ্যুতিক ট্রান্সফরমার চু’রি

লেখক: লুৎফর রহমান লিটন
প্রকাশ: 4 hours ago

সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গা ইউনিয়নের বনবাড়ীয়া গ্রাম থেকে ডিপ টিউবওয়েলের ৩টি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি হয়েছে। চুরি যাওয়া ৩টি ট্রান্সফরমারের আওতায় প্রায় ১৭০ বিঘার বেশি কৃষি আবাদি জমি আছে।
বৃহস্পতিবার রাতে কৃষকের (১৭৫ নং ডিপের) বৈদ্যুতিক খুঁটি থেকে ট্রান্সফরমার তিনটি চুরি করে পালিয়ে যায় চোর।
বনবাড়ীয়া গ্রামের ডিপের ম্যানেজার ফিরোজ ইকবাল বলেন,ট্রান্সফরমার চুরির বিষয়টি আমি কিছু জানি না ডিপের ড্রাইভার ও নৈশপ্রহরী আবু সাঈদ আমাকে জানান রাত ৩ টার দিকে আমার পেটের ব্যথা উঠার কারণে বাসায় যাই তার পর এঘটনা ঘটেছে।
এর আগেও রামকৃষ্ণপুর ইউনিয়নের কুমারগাইলজানি থেকে গত ২৪ ডিসেম্বর রাত্রিতে ডিপের ৩টি ট্রান্সফরমার চুরি হয়।
সলঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান বলেন,গভীর নলকূপের তিনটি ট্রান্সফরমার চুরির ঘটনায় থানায় কেউ অভিযোগ করেনি। তারপরও ঘটনা খতিয়ে দেখা হবে।
error: Content is protected !!