সিরাজগঞ্জে ছাত্রদলের ৪৬তম  প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

লেখক: লুৎফর রহমান লিটল
প্রকাশ: 3 days ago
oplus_2

সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি :
সিরাজগঞ্জে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সিরাজগঞ্জে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বুধবার (১ জানুয়ারী) সকালে শহরে ব্যান্ডপার্টি বাজিয়ে, ঘোড়ার গাড়ি, ধানের শীষের প্রতীকসহ নানা রং-বেরংয়ের ব্যানার ফেস্টুন নিয়ে র‌্যালী বের করা হয়।
র‌্যালীটি ভাসানী সবুজচত্ত্বর থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে বাজার ষ্টেশন চত্বরে গিয়ে শেষ হয়। র‌্যালীর পূর্বে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি রোমানা মাহমুদ। জেলা ছাত্রদলের সভাপতি জোনায়েদ হোসেন সবুজের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, যুগ্ম সম্পাদক নুর কায়েম সবুজ , শহর বিএনপির সাধারণ সম্পাদক মুন্সী জাহিদ আলম, স্বেচ্ছাসেবকদলের আহবায়ক আব্দুল্লাহ আল কায়েস, ছাত্রদলের সাধারণ সম্পাদক সেরাজুল ইসলাম সেরাজসহ দলীয় নেতাকর্মীরা। দীর্ঘ ১৬ বছর পর জেলা ছাত্রদল জেলা শহরে বর্ণাঢ্যভাবে জেলা ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করতে পারায় নেতাকর্মীদের মধ্যে আনন্দ উচ্ছাস দেখা যায়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে রোমানা মাহমুদ বলেন, ছাত্র-জনতার আন্দোলনের ফলে নতুন বাংলাদেশ সৃষ্টি হয়েছে। এই নতুন বাংলাদেশ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ নিয়ে সবুজ শ্যামলা ও উন্নয়নশীল দেশ হিসেবে গড়তে ছাত্রদের অগ্রনী ভুমিকা পালন করতে হবে।
error: Content is protected !!